skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাMadhyamik Exam 2022: পরীক্ষার দিনগুলিতে শহরে ঢুকবে না পণ্যবাহী গাড়ি, যানজট কমাতে...

Madhyamik Exam 2022: পরীক্ষার দিনগুলিতে শহরে ঢুকবে না পণ্যবাহী গাড়ি, যানজট কমাতে সিদ্ধান্ত লালবাজারের

Follow Us :

কলকাতা: আজ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2022)৷ করোনার পর আবার পরীক্ষা কেন্দ্রে গিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে লাখ লাখ ছাত্র-ছাত্রী৷ নির্বিঘ্নে তারা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য সকালে কয়েকঘণ্টার জন্য শহরে বন্ধ রাখা হবে মালবাহী গাড়ি চলাচল৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিস৷

এবছর সাড়ে ১১ লাখের কাছাকাছি পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে৷ নির্দেশিকায় বলা হয়েছে, সকল পড়ুয়াকে বেলা ১১টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে৷ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পড়ুয়াদের যানজটে যাতে ফাঁসতে না হয় সেজন্য কলকাতা পুলিস ঠিক করেছে, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরে পণ্যবাহী কোনও গাড়ি ঢুকতে পারবে না৷ কেবলমাত্র পরীক্ষার দিনগুলির জন্য এই নির্দেশ বহাল থাকবে৷ অর্থাৎ আজ সোমবার সাত তারিখ থেকে ১৬ মার্চ পর্যন্ত সকালে ওই চার ঘণ্টা কোনও পণ্যবাহী গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না৷ ব্যতিক্রম ১০ এবং ১৩ মার্চ৷ ওই দুই দিন মাধ্যমিক পরীক্ষা নেই৷

সংক্রমণের প্রকোপ কমলেও করোনা বিধি মেনেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের৷ তাদের জন্য দূরে দূরে বসার ব্যবস্থা করা হয়েছে৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ স্কুলের পক্ষ থেকেও মাস্ক দেওয়া হবে৷ গণ টোকাটুকি আটকাতে কয়েকটি জেলায় পরীক্ষা চলাকালীন মোবাইল ও নেট পরিষেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙে পরীক্ষার দিনগুলিতে বেলা ১১টা থেকে সওয়া ৩টে পর্যন্ত নেট ও মোবাইল পরিষেবা বন্ধ থাকবে৷

আরও পড়ুন: Madhyamik Exam 2022: পাশে অভিষেক, অ্যাডমিট কার্ড পেতে চলেছে ডায়মন্ড হারবারের মাধ্যমিক পরীক্ষার্থী

নির্দেশিকায় বলা হয়েছে, ১১টা ৪৫-এ প্রশ্নপত্র পাবে পড়ুয়ারা৷ ১০ মিনিট দেওয়া হবে প্রশ্নপত্র পড়ার জন্য। তারপরে লেখা শুরু হবে। পরীক্ষা চলবে বেলা তিনটে অবধি। যে কোনও সমস্যা মাধ্যমিক পর্ষদের হেল্পলাইন চালু থাকবে। এসএমএসের মাধ্যমেও যোগাযোগ করা যাবে৷

RELATED ARTICLES

Most Popular