skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsJyotipriyo Mallick: বালু মল্লিক জেলাকে শেষ করছে, মমতাকে নালিশ জানানোয় পিছু নিয়েছে...

Jyotipriyo Mallick: বালু মল্লিক জেলাকে শেষ করছে, মমতাকে নালিশ জানানোয় পিছু নিয়েছে পুলিস

Follow Us :

বনগাঁ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন এক তৃণমূল কর্মী। বনগাঁর ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করল দল। তারপর থেকেই পলাতক ওই কর্মী।

কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভের সময় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করে কমেন্ট করেন উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সিন্টু ভট্টাচার্য। তিনি কমেন্টে লেখেন, বালু মল্লিক উত্তর ২৪ পরগনা জেলাটা শেষ করছে। দিদি, দয়া করে নজর দিন। আর এই মন্ত্যের পরই নড়চড়ে বসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

সিন্টুর বিরুদ্ধে আর এক তৃণমূল কর্মী তন্ময় রায় রবিবার হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিস সিন্টুর খোঁজে তল্লাশি শুরু করে। তবে এই ঘটনার পর থেকে পলাতক সিন্টু।  সিন্টুর ভাইয়ের দাবি, দাদা একটি কমেন্ট করেছিল। সেই কারণে পুলিস বাড়িতে এসে খারাপ ব্যবহার করছে। পাশাপাশি সিন্টুর বাবার দাবি, ছেলে ভুল করে ফেলেছে। সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সেটাই চাইব।

আরও পড়ুন: Siliguri Dacoit: শিলিগুড়িতে একাকী বৃদ্ধকে মারধর করে বেঁধে গয়না, নগদ টাকা লুঠ

এ বিষয়ে বনগাঁ পুরসভার প্রাক্তন কাউন্সিলর শঙ্কর আঢ্য জানান, তৃণমূল-কংগ্রেসের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। উন্নয়নের কান্ডারি তিনি। তাঁর বিরুদ্ধে এধরনের কমেন্ট, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে বনগাঁ জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, শাসকদলের এক কর্মী বনমন্ত্রীর বিরুদ্ধে এমন পোস্ট করেছেন, দলীয় কর্মীর এই অবস্থা হলে ভাবুন সাধারণ মানুষের কী অবস্থা।

RELATED ARTICLES

Most Popular