skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsUttarpradesh Rape: প্রয়াগরাজে কলেজ ছাত্রীকে হোটেলে তুলে ধর্ষণ, গ্রেফতার জিআরপি কনস্টেবল

Uttarpradesh Rape: প্রয়াগরাজে কলেজ ছাত্রীকে হোটেলে তুলে ধর্ষণ, গ্রেফতার জিআরপি কনস্টেবল

Follow Us :

উত্তরপ্রদেশ: এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল জিআরপির কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনা প্রয়াগরাজের খুলদাবাদের। পুলিস ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে। চারদিন আগের ঘটনা প্রকাশ্যে আসে শনিবার। ওই ছাত্রী খুলদাবাদ থানায় অভিযোগ করার পর পুলিস নড়েচড়ে বসে।
স্থানীয় সূত্রের খবর, আদতে বিহারের বাসিন্দা ওই কলেজ ছাত্রী গাজিয়াবাদে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। ৭ মে ছাত্রীটি বিহারের সাসারামে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন। কিন্তু তাঁর কাছে টিকিট ছিল না। ট্রেনটি আলিগড়ে পৌঁছনোর পর ললিত কুমার নামে এক কনস্টেবলের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই কনস্টেবল তাঁকে জানায়, টিকিট না থাকলেও কোনও অসুবিধে হবে না। পরে প্রয়াগরাজ জংশন স্টেশনে ট্রেন এলে ললিত কুমার ওই ছাত্রীকে নিয়ে নেমে পড়ে। অভিযোগ, ছাত্রীকে সে খুলদাবাদের একটি হোটেলে নিয়ে গিয়ে তোলে।

আরও পড়ুন: Pallabi Dey: ‘আমি বিবাহিত জেনেই পল্লবী ভালবেসেছিল’ পুলিসকে জানাল সাগ্নিক

ওই হোটেলে ছাত্রীকে ধর্ষণ করে। পরের দিন সে তরুণীটিকে সাসারামগামী ট্রেনে তুলে নেয়। চার দিন পর গত বৃহস্পতিবার ওই ছাত্রী খুলদাবাদ থানায় আসেন সাসারাম থেকে। তিনি ললিত কুমারের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ললিতকে গ্রেফতার করে খুলদাবাদ থানার পুলিস। ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুরাগ শর্মা জানান, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

RELATED ARTICLES

Most Popular