skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশStation Masters Strike: স্তব্ধ হতে পারে ট্রেন চলাচল! ধর্মঘটের পথে ৩৫ হাজার...

Station Masters Strike: স্তব্ধ হতে পারে ট্রেন চলাচল! ধর্মঘটের পথে ৩৫ হাজার স্টেশন মাস্টার

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শূন্যপদে কর্মী নিয়োগ, বেসরকারিকরণ বন্ধ সহ একাধিক দাবিতে এবার ধর্মঘটের পথে রেলের ৩৫ হাজার স্টেশন মাস্টার! তাঁদের অভিযোগ, বিভিন্ন দাবি উপরমহলে বারংবার জানানো হলেও কোনও লাভ হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে ধর্মঘটের রাস্তা বেছে নিয়েছেন। অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন নামের স্টেশন মাস্টারদের একটি সংগঠন আগামী ৩১ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।

সংগঠনের মোট ৩৫ হাজার সদস্য ওইদিন গণছুটির আবেদন জানিয়েছেন। যার ফলে স্বাভাবিকভাবেই ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে। অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তা ধরমবীর সিং অরোরা বলেন, ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে এই বিষয়ে একটি নোটিস দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ২০২০-র ৩১ অক্টোবর সংগঠনের সদস্যরা সারাদিন প্রতীকী অনশন করেছিলেন।

সংগঠনের তরফে মোট ৭টি দাবি জানানো হয়েছে। যার মধ্যে অন্যতম- সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ, রেলে বেসরকারিকরণ বন্ধ, নাইট ডিউটির ভাতা চালু, উপযুক্ত নিরাপত্তা প্রদান, পুরনো পেনশন নীতি ফিরিয়ে আনা। অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের দাবি, ২০২০ সাল থেকে এই ৭টি দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অভিযোগ জানানোর সমস্ত শান্তিপূর্ণ পদ্ধতি ব্যর্থ হওয়াতেই তারা ধর্মঘটের মতো চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনEden IPL : জেনে রাখুন বৃষ্টির প্রকোপ ম্যাচের ভাগ্য নিয়ে কি কি হতে পারে

RELATED ARTICLES

Most Popular