skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsUttarakhand Accident: উত্তরাখণ্ডে উদ্ধার কাজ, ময়নাতদন্ত শেষ, বাস দুর্ঘটনায় নিহতদের শেষকৃত্য আজই

Uttarakhand Accident: উত্তরাখণ্ডে উদ্ধার কাজ, ময়নাতদন্ত শেষ, বাস দুর্ঘটনায় নিহতদের শেষকৃত্য আজই

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় উদ্ধার কাজ শেষ। বাসের মধ্যে থাকা ৩০ জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। শেষ খবর অনুযায়ী এই ঘটনায় মৃত ২৬। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হাসপাতালে ভর্তি। গতকাল রাতেই মৃতদের ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ হয়েছে। আজই দেহগুলি নিয়ে যাওয়া হবে দেরাদুনে। সেখান থেকে তারপর খাজুরাহতে পাঠানো হবে। সোমবারই তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এই ঘটনায় বাসের চালক জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়ির ব্রেক ফেল করে যায়। দামটার কাছে এসে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। তারপর এই পরিণতি। যদিও চালকের মুখের কথাতে নয়। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই  তদন্তের কাজ শুরু করেছে পুলিস।

আরও পড়ুন Uttarakhand Accident: উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় আহতের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শিবরাজ

গতকাল মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে তীর্থযাত্রীদের নিয়ে একটি বাস যমুনোত্রী যাওয়ার পথে দামটা এলাকায় জাতীয় সড়কের উপর থেকে সোজা খাদের মধ্যে পড়ে যায়।এর পরই খবর পৌঁছতে প্রশাসনের তৎপরতায় কাজ শুরু হয়। রবিবার সারা রাত ধরে উদ্ধার কাজ চলে। ঘটনাস্থলে ছিলেন পুষ্কর সিং ধামি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর  নির্দেশে  উদ্ধার কাজে পাঠানো হয় এনডিআরএফ টিম।

আহতদের উদ্ধার করে দেরাদুনের ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দেখতে হাসপাতালে যান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে, আহতদের পরিবারের সঙ্গে। উত্তরাখণ্ডের কন্ট্রোল রুমের সঙ্গে অনবরত যোগাযোগ করছেন তাঁরা । মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।  

আরও পড়ুন Shah Rukh-Katrina Covid: করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা , বাদশার আরোগ্য কামনায় টুইট মুখ্যমন্ত্রীর

RELATED ARTICLES

Most Popular