skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনত্বকের রোগে আক্রান্ত সামান্হা?

ত্বকের রোগে আক্রান্ত সামান্হা?

Follow Us :

‘ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সারা ভারতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তাছাড়াও আল্লু আর্জুনের ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে আইটেম গানে তাঁর পারফরম্যান্স আলোচনার শীর্ষে উঠে এসেছিল। এছাড়াও কয়েক মাস আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের খবর শিরোনামে উঠে এসেছিল। এবার বেশ কিছুদিন ধরে নেট দুনিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সামান্থা নাকি মারাত্মক চর্মরোগে আক্রান্ত হয়েছেন। এই সমস্যা তিনি বেশ কিছুদিন ধরেই ভুগছেন। তারপরে তার পেশাগত কাজেও যথেষ্ট সমস্যা হচ্ছে। কি খবর বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। একটি সূত্র জানাচ্ছে ত্বকের রোগের সমস্যার কারণে বেশ কিছু কাজ বন্ধ রাখতে হয়েছে সামান্হাকে। চিকিৎসকরা অভিনেত্রীর এই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সূত্র থেকে এ খবর প্রকাশিত হলেও এব্যাপারে অভিনেত্রী অবশ্য কোন মন্তব্য করেননি। তবে সামান্তার ব্যক্তিগত সহকারি একটি বিনোদনমূলক পোর্টালকে জানিয়েছেন, ‘কিছু মানুষ সামান্হার শারীরিক অবস্থা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। চলতি মাসেই শুটিংয়ে ফিরবেন’। একটি বিদেশি ছবি ‘এগ্রিমেন্ট অফ লাভ’ সহ একাধিক ছবির কাজ রয়েছে সামান্হার হাতে।

RELATED ARTICLES

Most Popular