skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScroll'সৌমিত্র খাঁ চোর', বিষ্ণুপুর জুড়ে এমনই পোস্টার

‘সৌমিত্র খাঁ চোর’, বিষ্ণুপুর জুড়ে এমনই পোস্টার

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দাবি তৃণমূলের

Follow Us :

বাঁকুড়া: বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব (BJP Inner Clash) যেন পিছু ছাড়ছে না। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর লোকসভা (Bishnupur Loksabha) কেন্দ্রের অন্তর্গত গঙ্গাজলঘাঁটির বিস্তীর্ণ এলাকায় সৌমিত্র খাঁ (Soumitra Khan) চোর লেখা পোস্টারকে ঘিরে চাঞ্চল্য। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দের জেরে পড়েছে এই পোস্টার। বিজেপি এই দাবি উড়িয়ে দিয়ে তৃণমূলের (TMC) দিকেই আঙুল তুলেছে।

জানি গিয়েছে, এদিন সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চয়নপুর এলাকায় বিভিন্ন জায়গায় কালো কালি দিয়ে এই পোস্টার দেখা যায়। সেখানে লেখা, চোর সৌমিত্র খাঁ চরিত্রহীন এমপি দূর হঠো। এমনকী পোস্টারে সাংসদের বিরুদ্ধে বিধানসভার টিকিট বিক্রির অভিযোগও আনা হয়েছে। তবে পোস্টার কারা মেরেছে তার কোনও উল্লেখ নেই।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেন, গঙ্গাজলঘাঁটিতে সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার পড়েছে বলে শুনেছি। যত দিন যাচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে আসছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ওরা নিজেরাই মারামারি করে মরে যাবে।

আরও পড়ুন: বৃদ্ধাকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল নেতা

পালটা বিজেপি নেতা আশিস ঘোষের দাবি, লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এসব খেলায় নেমেছে বিজেপি। দলে গোষ্ঠীদ্বন্দ থাকতেই পারে। এটা তৃণমূলের কাজ।

দেখুন আরও খবর: 

RELATED ARTICLES

Most Popular