skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনরশ্মিকার ভিডিও নিয়ে সোচ্চার নাগা, ম্রুনাল ঠাকুর

রশ্মিকার ভিডিও নিয়ে সোচ্চার নাগা, ম্রুনাল ঠাকুর

Follow Us :

মুম্বই: অভিতাভ বচ্চনের পর এবার দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানার পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর এবং অভিনেতা নাগা চৈতন্য। নতুন আইন হোক, দাবি রেখেছেন সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী।

রশ্মিকার পোস্টটি শেয়ার করে নাগা লিখেছেন, এটা ভীষণ দুঃখজনক ঘটনা। কী ভাবে প্রযুক্তি অপব্যবহার করা হচ্ছে! আমার মনে হয়, এই ধরনের ঘটনায় কড়া আইন হানা হোক, যাঁরা এই জালিয়াতির শিকার হচ্ছেন তাঁদের জন্য।

ডিপফেক টেকনলজির মাধ্যমে রশ্মিকার ফেক ভিডিও প্রকাশ্যে আসতেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে মুখ খুলেছিলেন রশ্মিকা স্বয়ং। নিজের সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা বলেন, আমার যে ডিপফেক ভিডিও ছড়িয়েছে নেট মাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যারাই সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাদের জন্য। ভাবলেই ভয় করছে, কি ভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে।

অন্য খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular