skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollবলে হাত লাগিয়ে আউট! ট্রোলের শিকার মুশফিকুর

বলে হাত লাগিয়ে আউট! ট্রোলের শিকার মুশফিকুর

Follow Us :

ঢাকা: বিশ্বকাপে শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথেউজকে (Angelo Matthews) ‘টাইমড আউট’ করে বিতর্ক সৃষ্টি করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তাঁরই টিমমেট মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) উদ্ভটভাবে আউট হয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন। বুধবার বল ডেড হওয়ার আগে তাতে হাত লাগিয়ে আউট হয়েছেন মুশফিক। ট্রোল হচ্ছে এই কারণেই, বলে হাত দেওয়ার কোনও প্রয়োজনই ছিল না।

ঢাকার শের-এ-বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ (Bangladesh)। আজ ছিল প্রথম দিন, তখন লাঞ্চ পরবর্তী সেশন চলছে। বাংলাদেশ চার উইকেট হারিয়ে ১০৪ করেছে। ৮২ বলে ৩৫ রানে ব্যাট করছেন মুশফিক, নন স্ট্রাইকে ৭৩ বলে ২১ করা শাহাদাত। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বল করলেন দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন (Kyle Jamieson)। অফস্টাম্পের বাইরে থেকে ভিতরে ঢুকে আসা গুড লেন্থ বল, ব্যাকফুটে ডিফেন্স করলেন মুশফিক। বল ব্যাটে ধাক্কা খেয়ে ব্যাটারের পায়ের সামনেই ড্রপ খেয়ে থার্ডম্যানের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে রোহিত শর্মাই অধিনায়ক!

 

আচমকা বল ডান হাত দিয়ে থামিয়ে দেন মুশফিক। তিনি হয়তো ভেবেছিলেন বল উইকেটে গিয়ে পড়বে। কিন্তু উইকেটের থেকে অনেকটা তফাত দিয়ে যাচ্ছিল। মুশফিক এই অদ্ভুত কাণ্ড করতেই কিউয়ি ফিল্ডাররা আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ারের নির্দেশে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন মুশফিকুর। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন তিনি। ক্রিকেটের ইতিহাসে ১১তম, মুশফিক যোগ দিলেন মোহিন্দর অমরনাথ, স্টিভ ওয়া, মাইকেল ভনদের সঙ্গে।

মুশফিকের খামখেয়ালিপনার জন্যই ১০৪\৪ থেকে ১৭২ রানে শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। যদিও ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বেকায়দায় নিউজিল্যান্ডও। ১২.৪ ওভারে ৫৫ রানে পাঁচ উইকেট চলে গিয়েছে তাদের। মেহদি হাসান এবং তাইজুল ইসলামের স্পিন খেলতে হিমশিম খেলেন কেন উইলিয়ামসনরা।

RELATED ARTICLES

Most Popular