skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollতাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে, অভিযোগ পরিবারের

তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে, অভিযোগ পরিবারের

শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশা

Follow Us :

বেলডাঙ্গা : শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশা। পরিবারকে খবর না দিয়েই দেহ নিয়ে যাওয়া হল মর্গে। তারপর শুরু গণ্ডগোল। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ পরিবারের।

বিহারের কিশানগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার আলম। গত ৮ মাস ধরে বেলডাঙ্গার পাওয়া হাউস পাড়ার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। রবিবার সকালে বিদ্যালয়ের একটি ঘর থেকে আনোয়ার আলমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, খবর দেওয়া হয়নি মৃতের পরিবারকে। সূত্র মারফত খবর পেয়ে বিহার থেকে এদিন বিকেলে বহরমপুর মর্গে পৌঁছান মৃতের পরিবারের লোকজন। আর তারপরেই শুরু হয় গণ্ডগোল। অভিযোগ, পরিবারকে না বলেই দেহ মর্গে আনা হয়েছে।

পরিবারের অভিযোগ, স্কুলের অন্যান্য শিক্ষকরা তাঁর ওপরে মানসিক অত্যাচার চালাতেন। গতকাল রাতেও স্বাভাবিক ভাবে কথা হয়েছে আনোয়ারের সাথে। আনোয়ার কোনভাবেই আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তাঁদের। পরিবারের উপস্থিতি ছাড়াই কিভাবে ময়নাতদন্ত হতে পারে, সেই প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ দারস্তও হয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী জানান, আনোয়ার আলম যথেষ্ট ভদ্র ছেলে ছিল। বিদ্যালয়ের একটি ঘরে আনোয়ার আলম থাকতেন। আজ সকালে আনোয়ার আলমের ঝুলন্ত দেহ উদ্ধার করে বেলডাঙা থানার পুলিশ। তাঁকে কোনভাবেই অত্যাচার করা হয়নি বলে দাবি করেন তিনি।

আরও অন্য খবর দেখুন

নাবালিকাকে ধর্ষণ করে এ কী কান্ড ঘটাল যুবক, দেখুন বিস্তারিত

RELATED ARTICLES

Most Popular