skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeবিনোদনমনোজ- বিদ্যা- পঙ্কজের স্বীকৃতি

মনোজ- বিদ্যা- পঙ্কজের স্বীকৃতি

Follow Us :

সদ্যই হয়ে গেল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন। মহামারীর কালে চলচ্চিত্র উৎসবের ১২তম বছরটা ভার্চুয়ালিই সেলিব্রেট করা হল। স্বীকৃতি পেলেন বিদ্যা বালন, পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ির মতো বলিউড স্টাররা।
এবারের মেলবোর্ন ফিল্ম ফেস্টি ভ্যালে ভারতীয় ছবির পাশাপাশি ওয়েব সিরিজকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল। ফেস্টিভালের জুরি মেম্বারদের মধ্যে ছিলেন অনেক বলিউডি ব্যক্তিত্ব। তালিকায় ছিলেন রিচা চাড্ডা, ওনির প্রমুখ। স্বীকৃতি ঘোষণার দায়িত্ব ছিল পরিচালক অনুরাগ বসু, সুজিত সরকার, শ্রীরাম রাঘবনের কাঁধে।

আরও পড়ুন : কিউটনেস ওভারলোডেড


এবারের মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উত্সবে ফিচার ছবিতে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন বিদ্যা বালন। ‘শেরনি’র জন্য স্বীকৃতি পেলেন বিদ্যা। ভার্সেটাইল অভিনেতার পুরস্কার পেলেন পঙ্কজ ত্রিপাঠি। সেরা ফিচার ফিল্মের স্বীকৃতি পেল ‘সুরারাই পটরু’।

‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর জন্য সেরা ওয়েব সিরিজ অভিনেতার স্বীকৃতি পেলেন মনোজ বাজপেয়ি, সেরা সিরিজ ‘মির্জাপুর ২’। ‘লুডো’র জন্য সেরা ফিচার ফিল্ম পরিচালকের স্বীকৃতি পেলেন অনুরাগ বসু।

মহামারীর কালে পরিবর্তিত বিনোদনের দুনিয়ায় বড়পর্দা এবং ওয়েব সিরিজ দুই সমান গুরুত্বপূর্ণ, স্বীকৃতি পেয়ে এমনটাই জানালেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মনোজ বাজপেয়ি। স্বীকৃতি পেয়ে খুশি তিনি।


করোনা কালেই ‘শেরনি’-র শ্যুটিং হয়েছে। এমন একটা সময়ে শ্যুটিং-এর সাহস দেখিয়েছে টিম ‘শেরনি’। স্বীকৃতি পাওয়ার পর ছবির কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন বিদ্যা বালন।

আরও পড়ুন : রাশিয়া গেলেন টাইগার- জোয়া

 

RELATED ARTICLES

Most Popular