skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরবারুইপুরে অভিনব হাতসাফাই, খোয়া গেল ১ লক্ষ ৩৫ হাজার টাকা

বারুইপুরে অভিনব হাতসাফাই, খোয়া গেল ১ লক্ষ ৩৫ হাজার টাকা

Follow Us :

বারুইপুর : বারুইপুরে অভিনব হাতসাফাইয়ের ঘটনা। ১ লক্ষ ৩৫ হাজার টাকা খোয়া গেল প্রাক্তন স্বাস্থ্য আধিকারিকের।

এক অভিনব কেপ মারির ঘটনা ঘটল বারুইপুরে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাম পল্লীতে। সেখানকার বাসিন্দা প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার মণ্ডল (৬৭) বুধবার সকালে হরিহরপুরের সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলতে। সেখান থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল দুটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট ও ব্যাঙ্কের পাসবুক। সেই সময় মল্লিকপুর বাজারের কাছে তার সাইকেলের পিছনের চাকায় কিছু একটা জড়িয়ে যায়। তিনি সাইকেল থেকে নেমে পিছনের চাকায় আটকানো দড়িটি ছাড়ানোর চেষ্টা করেন। এই কাজে তাঁর মিনিট চারেক সময় লাগে। কিন্তু সেই সময়ের মধ্যেই তাঁর বাজারের ব্যাগ থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা, সঙ্গে রাখা দুটি ফিক্স ডিপোজিট সার্টিফিকেট ও ব্যাঙ্কের পাস বুক উধাও হয়ে যায়। সাইকেলের চাকা থেকে দড়ি ছাড়ানোর পর তিনি উঠে দেখেন যে, বাজারের ব্যাগ থেকে টাকা সহ তাঁর পাস বুক ও ডিপোজিটের সার্টিফিকেট কেউ তুলে নিয়েছে।

আরও পড়ুন : ৭২ ঘন্টা পর বাড়ি ফিরলেন অপহৃত, গ্রেফতার ৩

সাইকেলের চাকায় দড়ি জড়িয়ে অভিনব কায়দায় দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে মনে করছেন প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার মণ্ডল। ব্যাগ না পেয়ে তিনি বারুইপুর থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে।

RELATED ARTICLES

Most Popular