skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাশুরু সেই ৮৪-তে, ক্রমেই অপ্রতিরোধ্য হয়েছে মমতার গতি

শুরু সেই ৮৪-তে, ক্রমেই অপ্রতিরোধ্য হয়েছে মমতার গতি

Follow Us :

কলকাতা: তিনি লড়তে ভালোবাসেন৷ রাজনীতিকরা বলেন, তিনি লড়াকু নেত্রী৷ ৩৪ বছরের বাম দূর্গে ফাটল ধরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি৷ তবুও নেত্রী নিজেকে ‘স্ট্রিট ফাইটার’ বলে পরিচয় দিতে বেশি ভালোবাসেন৷ হার থেকে ঘুরে দাঁড়ানোর কৌশল তাঁর চেয়ে ভালো বোধহয় আর কারও জানা নেই৷ ভবানীপুর উপনির্বাচনের পর সেটা আবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

ভবানীপুর আসনে ৫৮ হাজারের বেশি ভোটে জিতেছেন তৃণমূল নেত্রী৷ এত বিপুল ভোটের ব্যবধানে জেতার রেকর্ড আগের কোনও বিধানসভা নির্বাচনে নেই মমতার৷ ২০১১ সালের উপনির্বাচনে ভবানীপুরে ৫৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন তিনি৷ দশ বছর পর আরও এক উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জয়ের স্বাদ পেলেন৷ দিদির সাফল্যকে অভূতপূর্ব বলছেন তৃণমূল নেতাদের একাংশ৷ জানিয়েছেন, দিদি পাকা খেলোয়াড়৷ তাঁর পক্ষেই নিজের রেকর্ড ভাঙা সম্ভব৷ ভবানীপুরে জয়ী হয়ে এবার নতুন খেলা খেলতে নামবেন মমতা৷ গণতন্ত্র ধ্বংসকারী বিজেপিকে দেশ থেকে তাড়ানোর খেলা৷ তৃণমূল বলছে, একমাত্র দিদিই এই কাজটা করতে পারবে৷ জগদ্দল পাথর নামক বামেদেরকে তিনি একাই রাজ্য থেকে তাড়িয়ে ছেড়েছেন৷ এবার পালা বিজেপির৷ মমতা আরও বেশি করে বিজেপি বিরোধী জোট গঠনের কাজে ঝাঁপাবেন৷ তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে ভবানীপুরে মমতার জয় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তৃণমূল শিবির৷

বিজেপিকে দেশ থেকে তাড়ানো কঠিন কাজ৷ কিন্তু মমতার রাজনৈতিক যাত্রার কথা মনে করিয়ে তৃণমূল নেতারা বলছেন, অসম্ভবকে সম্ভব করার নামই তো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১৯৮৪ সালের লোকসভা ভোটের কথা মনে আছে? জীবনে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন মমতা৷ যাদবপুর থেকে কংগ্রেস তাঁকে প্রার্থী করেছিল৷ বিপরীতে ছিলেন সিপিএমের প্রবীণ রাজনীতিক সোমনাথ চট্টোপাধ্যায়৷ সেই সোমনাথবাবু পরাস্ত হন মমতার কাছে৷ সেটাও তো অসম্ভব কাজ ছিল৷ পরের নির্বাচনে সিপিএমের মালিনী ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিলেন৷ কিন্তু তার পর..৷ ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রে টানা জিতেছেন৷ ওই সময়ের মধ্যে ৬ বার সাংসদ হন৷ কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পান৷ এক মহিলা হয়ে ঝুলিতে এত কৃতিত্ব রাজনীতিতে বিরল৷ তাঁর মত সফল মহিলা রাজনীতিক দেশের রাজনীতিতে নেই৷

কেন্দ্রের মন্ত্রী থাকা সত্ত্বেও মমতা তখনও বামেদের বিরুদ্ধে একা লড়াই করে যাচ্ছিলেন৷ অবশেষে ২০১১ সালে তৈরি হল ইতিহাস৷ ৩৪ বছর পর রাজ্যের ক্ষমতা থেকে বিদায় নিল বামেরা৷ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর ২০১৬ ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়ে ২৫ হাজারের বেশি ভোটে জেতেন মমতা৷ আরও পাঁচবছর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকেন৷ তবে একুশের ভোটে তিনি বেছে নিয়েছিলেন নন্দীগ্রামকে৷ আসলে যাঁরা লড়াকু হয় তাঁরা চ্যালেঞ্জ নিতেও ভালোবাসেন৷ চ্যালেঞ্জ নিয়েই তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন৷ কিন্তু অভিযোগ, কারচুপি করে তাঁকে ভোটে হারানো হয়৷ সেই হারের জবাব ভবানীপুর দিয়েছে৷ এবার লক্ষ্য দিল্লি৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
SFI | নিট দুর্নীতিতে সরব SFI, ক্লাস বয়কট করে বিক্ষোভ শহরে
01:04:45
Video thumbnail
Madan Mitra | Sayantika Banerjee | মদনের কানে কানে কী বললেন সায়ন্তিকা?
59:10
Video thumbnail
Kamarhati | গ্রেফতার বাহুবলী 'জায়ান্ট' সিং, কীভাবে গ্রেফতার জয়ন্ত সিং ? দেখুন ভিডিও
02:53:02
Video thumbnail
Biman Banerjee | বিধানসভার অধিবেশন কবে? জানিয়ে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও
01:25:11
Video thumbnail
Ghost News | রাত হলেই কান্নার শব্দ, কে ঘুরছে নুপূর পায়ে! আঁতকে ওঠার মত ভিডিও
08:03:01
Video thumbnail
RSS | BJP News | এবার RSS-এর হাতে বঙ্গ বিজেপির রাশ? দলবদলু নিয়ে কড়া সিদ্ধান্ত!
07:17:41
Video thumbnail
N. Chandrababu Naidu | Modi | মোদির চিন্তা বাড়াচ্ছেন চন্দ্রবাবু নাইডু? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
07:43:43
Video thumbnail
Bratya Basu | অবসরের পর মিলবে বাড়তি ২ লক্ষ টাকা! বড় ঘোষণা রাজ্যে
07:11:14
Video thumbnail
Narendra Modi | Indian Cricket Team | মোদির সঙ্গে টিম ইন্ডিয়া, দেখুন সেই ভিডিও
01:34:06
Video thumbnail
C V Ananada Bose | রাজ্যপালের নামে 'গুরুতর' অভিযোগ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজভবন কর্মী
57:35