skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাফল ও সবজির অগ্নিমূল্যের মাঝেই ধন দেবীর আরাধনা

ফল ও সবজির অগ্নিমূল্যের মাঝেই ধন দেবীর আরাধনা

Follow Us :

কলকাতা : আর কয়েক দিন বাদেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী লাভের আশায় দেবীকে তুষ্ট করতে প্রায় প্রতি বাঙালি লক্ষ্মীর আরাধনা করেন। কিন্তু লক্ষ্মী পুজোর আগেই দেখা গেল, ফল এবং সবজির বাজার অগ্নিমূল্য। অতিবৃষ্টির কারণে সবজির ফলনে প্রভাব পড়েছে। সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে লাফিয়ে বেড়েছে পরিবহণ খরচ। যার প্রকোপে অগ্নিমূল্য হয়েছে ফল ও শাক সবজির দাম। বাজেটে কাটছাঁট করে তাই নমঃ নমঃ করেই হবে ধন দেবীর আরাধনা।

আপেলের দাম ১৩০ থেকে বেড়ে হয়েছে ১৫০ টাকা। পেয়ারা সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেছে। কেজি প্রতি দাম হয়েছে ৮০ টাকা। এক একটা মুসম্বি লেবু বিক্রি হচ্ছে ১২ টাকায়। ফুল সেঞ্চুরি করেছে পানিফল। কেজি প্রতি দাম বেড়ে হয়েছে ১০০ টাকা। কমলা লেবু এক একটা ১০টাকায় বিক্রি হচ্ছে। ৫০ টাকায় বিক্রি হচ্ছে গোটা আখ। নারকেল প্রতি পিসের দাম হয়েছে ৪০ টাকা। এক ডজন কলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কেজি প্রতি শসার দাম হয়েছে ৬০ টাকা।

আরও পড়ুন : আগুন লেগেছে তেলে

ফলের সঙ্গে সঙ্গে বেড়েছে শাকসবজির দাম। কেজি প্রতি পটলের দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। চড়া দামে বিকোচ্ছে বেগুন। প্রায় ৮০ থেকে ১০০ টাকা হয়েছে বেগুনের দাম। ৩০ টাকা হয়েছে কুমড়োর দাম। ভালো ফুলকপি, তারও দাম বেড়ে হয়ে গেছে ৪০ টাকা। একই দাম বাঁধাকপির। ৪০ টাকায় বিক্রি হচ্ছে এক একটা বাঁধাকপি। চন্দ্রমুখী আলুর কেজি প্রতি দাম হয়েছে ২২ টাকা এবং জ্যোতি আলু ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই টান পড়ছে আমজনতার পকেটে। সবজি বিক্রেতারা জানাচ্ছেন, তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে এই সবজি। তাই তাঁরা কম দামে এই শাক সবজি বিক্রি করবেন কিভাবে। সবজি বিক্রেতাদের আরও বক্তব্য যে, লাগাতার মূল্য বৃদ্ধি এবং বৃষ্টির কারণে সবজির এত মূল্য বৃদ্ধি হয়েছে।

RELATED ARTICLES

Most Popular