skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeখেলারোনাল্ডোর ৮০০ গোলের মাইলস্টোন, জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

রোনাল্ডোর ৮০০ গোলের মাইলস্টোন, জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৮০০ গোলের ম্যাচেই জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড| বিশ্ব ফুটবলে দেশ ও ক্লাব মিলিয়ে ৮০০ গোলের মাইলস্টোন গড়লেন সি আর সেভেন| সেইসঙ্গে জোড়া গোল করে পিছিয়ে থাকা ম্যান ইউকেও জেতালেন|

পারফর্মারদের কখনোই কোনও মাপকাঠি দিয়ে মাপা যায়না| আর সেি নামটা যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয় তবে তো কিছু বলারই নেই| সেটাই হয়ত ফের ওল্ড ট্র্যাফোর্ডে একবার প্রমান করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো|

আর্সেনালের বিরুদ্ধে পেনাল্টি থেকে শেষ গোল| ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয় পাকা করে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়লেন তিনি| ৮০০ গোলের মালিক হলেন| কয়েকদিন আগেই ব্যালন ডিঅঁর পেয়েছেন তাঁর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি| রোনাল্ডো প্রথম পাঁচে পর্যন্ত ছিলেন না|

পরে ব্যালন ডি অঁর নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি| শুরু হয়েছিল বিতর্ক| পারফরম্যান্সের বিচারে রোনাল্ডোর প্রথম পাঁচে না থাকা নিয়েও নানান কথা শুরু হয়েছিল| সেই জবাবটাই হয়ত দিলেন এবার রোনাল্ডো|

ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড| ব্রণো ফার্ণান্ডেজের গোলে সমতায় ফেরে প্রথমার্ধেই| বিরতির পরই রোনাল্ডোর গোল| ৮০০ গোলের বৃত্ত সম্পূর্ণ| তাঁকে নিয়ে উচ্ছ্বাসে মেতে তখন ওল্ড ট্র্যাফোর্ড| কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের গানার্সদের গোল শোধ|

কিন্তু সি আর সেভেন ছিলেন এদিন ভয়ঙ্কর মেজাজে| একাই শেষ করে দেন আর্সেনালকে| ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে ফের গোল রোনাল্ডোর| জয় নিশ্চিত রেড ডেভিলসদের| সেইসঙ্গে ফুটবল বিশ্বে নতুন মাইলস্টোন রোনাল্ডোর| তিনিও যে ব্যালন ডি অঁরের যোগ্য ছিলেন তারই হয়ত এটা একটা জবাব|

নিজের রেকর্ড গড়ার মঞ্চ থেকেই ক্যারিককে বিদায় জানালেন এদিন রোনাল্ডোরা| এটাই হয়ত তাঁর ফেয়ারওয়েলও ক্যারিককে|

RELATED ARTICLES

Most Popular