skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsUGC Net : জওয়াদের আশঙ্কায় পিছোল ইউজিসি নেট পরীক্ষা, বিশদ জানুন

UGC Net : জওয়াদের আশঙ্কায় পিছোল ইউজিসি নেট পরীক্ষা, বিশদ জানুন

Follow Us :

কলকাতাটিভি ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় ইউজিসি নেট পরীক্ষা পিছিয়ে গেল। তবে, সর্বত্র নয়। জওয়াদের প্রভাব পড়তে পারে এমন শহরগুলিতে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২০ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। রবিবার, ৫ ডিসেম্বর ছিল শেষ পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিজ্ঞপ্তি স্পষ্ট করে বলা হয়েছে, সারা দেশে নয়, শুধুমাত্র যেসব জায়গায় জওয়াদের সতর্কতা রয়েছে, নির্দিষ্ট সেই জায়গাগুলিতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। অন্যত্র নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হবে। পরবর্তীতে কবে এই পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।   

জওয়াদের আশঙ্কায় ওডিশা ও অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার, ৪ ডিসেম্বর থেকে সোমবার, ৬ ডিসেম্বর পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। এরই মধ্যে নেট পরীক্ষা পড়ে যাওয়ায়, ভুবনেশ্বর, কটক, গুনুপুর, পুরী, বিশাখাপতনম সহ কয়েকটি শহরে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ওডিশা ও অন্ধ্রপ্রদেশের অন্যান্য শহরে পূর্ব নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত খোঁজখবরের জন্য এনটিএ হেল্প ডেস্কও (০১১-৪০৭৫৯০০০) চালু করা হয়েছে।

হাওয়া অফিসের খবর অনুযায়ী সাইক্লন জওয়াদ এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে,ওডিশার গোপালপুর থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণে ও পুরি থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আবস্থান করছে।

RELATED ARTICLES

Most Popular