skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনপিছোচ্ছে ‘পৃথ্বীরাজ’-এর মুক্তি

পিছোচ্ছে ‘পৃথ্বীরাজ’-এর মুক্তি

Follow Us :

২১জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ’।সূত্রের খবর,এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও পিছোতে চলেছে ছবির মুক্তি।’পৃথ্বীরাজ’-এর প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের অন্দরমহল সূত্রে খবর,বর্তমান করোনা পরিস্থিতিতে ছবির মুক্তিতে নারাজ কর্ণধার আদিত্য চোপড়া।দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে ছবির মুক্তি।তাই নতুন বছরের শুরুতে পৃথ্বীরাজ মুক্তির খবরে উচ্ছাসিত হয়েছিলেন সিনেপ্রেমীরা।কিন্তু গত ডিসেম্বরের শেষ পর্ব থেকেই শুরু হয় অতিমারির বাড়বাড়ন্ত। ক্রিসমাসের পর স্থগিত হয়েছে বছরের শেষ ছবি ‘জার্সি’-র মুক্তি।করোনা পরিস্থিতির কারণে রাজামৌলির ‘ট্রিপল আর’-এর মুক্তিও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন প্রযোজকরা।একদিকে একাধিক রাজ্যে সিনেমাহল-মাল্টিপ্লেক্স বন্ধ,অন্যদিকে প্রতিদিন নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ।এই পরিস্থিতিতে ‘পৃথ্বীরাজ’-এর মুক্তি চাইছেন না প্রযোজক।পিছিয়ে গিয়েছে ছবির ট্রেলার মুক্তির দিনও।

সূত্রের খবর,যশ রাজের থিঙ্ক ট্যাঙ্ক বলছে ‘পৃথ্বীরাজ’ এমন একটি ছবি যখন মুক্তি পাবে তখনই ভালো ব্যবসা করবে।কারণ ছবির মেইন ইউএসপি অভিনেতা অক্ষয় কুমার।পাশাপাশি মানুষী চিল্লর,সঞ্জয় দত্ত,সোনু সুদরা তো রয়েইছেন। করোনাকালের পরে বক্সঅফিসের হাল ফেরাতে কাজে আসবে ‘পৃথ্বীরাজ’।তাই ছবিকে তুরুপের তাস করে পকেটে রাখতে চান আদিত্য চোপড়া।তবে আরও কিছুটা অপেক্ষা করতে চান তিনি।মেপে নিতে চান দেশের করোনা পরিস্থিতি।তারপরই ‘পৃথ্বীরাজ’ নিয়ে বড় ঘোষমা করবেন আদিত্য।

RELATED ARTICLES

Most Popular