skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদন'আমি সৌমিত্র'দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে

‘আমি সৌমিত্র’দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে

Follow Us :

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর ওপর তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’ প্রথমবার প্রদর্শিত হবে। আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ছবিটি দেখানোর কথা। সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ‘আমি সৌমিত্র’ তথ্যচিত্রটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন সৌমিত্র- কন্যা পৌলোমী বসু। সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুমাত্র অভিনেতা ছিলেন না। তিনি কবি,আবৃত্তিকার, ভাষ্যকার, চিত্রকর,নাট্যব্যক্তিত্ব,লেখক, পরিচালক। মূলত পৌলোমীর উদ্যোগে তৈরি হয়েছিল এই তথ্যচিত্র। তাঁর কথায়, ‘এই তথ্যচিত্র সংরক্ষণ করে রাখার মত কাজ’। ২০২০ সালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর অনেকেই কাজে ফিরতে শুরু করেছিলেন। কিন্তু অনেক বর্ষীয়ান অভিনেতারাই এই ঝুঁকি নেননি। কিন্তু এইরকম এক কঠিন পরিস্থিতিতে কাজে ফিরেছিলেন সৌমিত্রবাবু।

সৌমিত্র- কন্যা পৌলোমী বসু

৮০ বছর বয়সেও তিনি যুবকের মত এগিয়ে এসেছিলেন ক্যামেরার সামনে। ভারতলক্ষ্মী স্টুডিওতে হয়েছিল ‘আমি সৌমিত্র’র শুটিং। এটাই ছিল তাঁর শেষ ক্যামেরার সামনে উপস্থিতি। শুটিং শেষ হবার পর তিনি করোনা আক্রান্ত হন। ৪৫ দিন তিনি হাসপাতালে লড়াই চালান। করোনা রিপোর্ট নেগেটিভ এলেও অন্য সমস্যা শুরু হয়। তারপর চিরবিদায় নিতে হয় তাঁকে। তাঁর অগণিত গুণমুগ্ধদের মধ্যে তাঁকে বাঁচিয়ে রাখার জন্যই সৌমিত্র-কন্যা পৌলোমীর এই প্রয়াস ‘আমি সৌমিত্র’।

RELATED ARTICLES

Most Popular