Tuesday, July 8, 2025
HomeBig newsজোট বৈঠকের আগে পঞ্জাবে 'বেসুরো' কেজরি

জোট বৈঠকের আগে পঞ্জাবে ‘বেসুরো’ কেজরি

১৩টি লোকসভা ও চণ্ডীগড় লোকসভা আসন চেয়ে বসলেন

Follow Us :

ভাটিন্ডা (পঞ্জাব): পঞ্জাবের (Punjab) ১৩টি এবং চণ্ডীগড়ের (Chandigarh) একটি লোকসভা আসন দাবি করে বসলেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। আগামী মঙ্গলবার, ১৯ ডিসেম্বর নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) চতুর্থ বৈঠকের আগে রবিবার তাঁর এই দাবিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পাঁচটি রাজ্যে সম্প্রতি বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। সকলের সামনে ফলাফলও চলে এসেছে। বিজেপির এই জয়ে জোট শরিকদের মধ্যে কংগ্রেসের আধিপত্য নিয়ে সংশয় যে আরও চওড়া হচ্ছে কেজরিওয়ালের এই দাবিই তার প্রমাণ।

আরও পড়ুন: সংসদ নিয়ে মুখ খুললেন মোদি-মমতা

এদিন আপের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাশে নিয়ে একটি অনুষ্ঠানে কেজরি জনতার উদ্দেশে বলেন, রাজ্যের ১৩টি লোকসভা আসনই আমাদের দিন। একইসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি লোকসভা আসনও তাঁর ঝুলিতে দিতে বলেন। আসন সমঝোতা নিয়ে আলোচনার আগেই কেজরিওয়ালের এহেন মন্তব্যকে ঘিরে তাই এখন তুমুল জল্পনা চলছে।

একদিকে যখন কেজরিওয়াল পঞ্জাবের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন, পরক্ষণেই কংগ্রেসের দুর্নীতি নিয়ে সরব হন। ভাটিন্ডায় আয়োজিত ওই অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, পঞ্জাব হল শহীদদের ভূমি। আজ পর্যন্ত কোনও সরকার শহীদদের পরিবারের জন্য কিছু করেনি। এরপর থেকে সেনা কিংবা কোনও পুলিশ কর্মী শহীদ হলে পঞ্জাব সরকার তাঁর পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য করবে। তিনি বলেন, গত ৭৫ বছর ধরে কংগ্রেস, বিজেপি কিংবা অকালি দল আপনাদের জন্য কী করেছে? পঞ্জাবের পরবর্তী ভোটে ১১৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি ১১০টি জিতবে বলে আশাপ্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39