skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeBig newsরামমন্দিরের উদ্বোধনে কেন 'বাদ' আদবানি, জোশি

রামমন্দিরের উদ্বোধনে কেন ‘বাদ’ আদবানি, জোশি

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে ২৩ জানুয়ারি থেকে

Follow Us :

অযোধ্যা: বিজেপির রথযাত্রার ‘রামচন্দ্র’ লালকৃষ্ণ আদবানিকে (L K Advani) অযোধ্যায় রামমন্দিরের (Ram temple in Ayodhya) উদ্বোধন অনুষ্ঠানে ছেঁটে ফেলা হল। একইসঙ্গে এদেশে রাম-রাজনীতি আমদানি করা আরেক প্রবীণ বিজেপি নেতা মুরলিমনোহর জোশিকেও (Murli Manohar Joshi) রামলালার (Ramlala) প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে (Consecration Ceremony) আসতে নিষেধ করা হয়েছে।

প্রবীণ এই দুই নেতা অযোধ্যায় রামমন্দির নির্মাণ আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন। মন্দিরের অছি পরিষদের তরফে জানানো হয়েছে, এই দুই বয়োবৃদ্ধ নেতা তাঁদের স্বাস্থ্য এবং বয়সের কারণে আগামী মাসে মন্দির উদ্বোধন ও প্রাণপ্রতিষ্ঠার পুণ্যকার্যে উপস্থিত থাকতে পারবেন না।

আরও পড়ুন: ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ ভোটের পরে: মমতা

রামমন্দির অছি পরিষদের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, দুই নেতাই সঙ্ঘ পরিবারের প্রবীণতম সদস্য। তাঁদের বয়সের কথা ভেবে আসতে নিষেধ করা হয়েছে। আর এই প্রস্তাব দুই নেতাই মেনেও নিয়েছেন।

রাই বলেন, ২২ জানুয়ারি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিন উপস্থিত থাকবেন। ১৫ জানুয়ারির মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে। প্রাণপ্রতিষ্ঠার জন্য পুজো শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

তিনি বলেন, আদবানিজির বয়স এখন ৯৬ এবং জোশিজি আগামী মাসে ৯০ বছরে পড়বেন। সে কারণেই তাঁদের আসতে মানা করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে। এছাড়া ৬ শঙ্করাচার্য এবং প্রায় ১৫০ সাধুসন্ত আসবেন। মোট প্রায় ৪ হাজার সাধু এবং ২২০০ অন্যান্য অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন কাশী বিশ্বনাথ মন্দির, বৈষ্ণোদেবীর প্রধান প্রধান, দলাই লামা, কেরলের মাতা অমৃতানন্দময়ী, যোগগুরু রামদেব, অভিনেতা রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, ছোট পর্দার রাম অরুণ গোভিল, পরিচালক মধুর ভাণ্ডারকর। শিল্পপতিদের মধ্যে থাকতে পারেন মুকেশ ও অনিল আম্বানি, ইসরোর ডিরেক্টর নীলেশ দেশাই প্রমুখ। প্রাণপ্রতিষ্ঠার পর ৪৮ দিনের মণ্ডলপুজো হবে। দর্শনার্থীদের মন্দির খুলে দেওয়া হবে ২৩ জানুয়ারি থেকে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
EVM | EVM কাণ্ড, ৪৮ লাখ ভোটের তফাৎ ,মামলা গড়াল সুপ্রিম কোর্টে
00:00
Video thumbnail
Top News | বিজেপি সদর দফতরের বাইরে বোমা, এলাকা ঘিরল পুলিশ
00:00
Video thumbnail
Nabanna | ঘর পেয়েছেন? চিন্তা নেই, আবাসের সমীক্ষা নবান্ন শুরু করবে জুলাইয়ে!
00:00
Video thumbnail
BJP West Bengal | বাংলাতেই কেন হিংসা? বিমানবন্দরে নেমেই প্রশ্ন বিজেপির কেন্দ্রীয় দলের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | দুর্গাপুজোতেও কেন্দ্রীয় বাহিনী ! বিজেপির পুজোর দাবি
02:09:12
Video thumbnail
Election Commission | মোবাইলে আসছে ওটিপিনিয়ন্ত্রণ হচ্ছে ইভিএমএভাবেই কি জিতল NDA? সত্যিটা কী?
04:31
Video thumbnail
Weather Update | সুখবর! বর্ষার বৃষ্টি কবে থেকে? বিরাট আপডেট
04:36:05
Video thumbnail
Abhishek Banerjee | হাসপাতালে ভর্তি অভিষেক, অপারেশন হবে, কী হয়েছে?
07:32:43
Video thumbnail
Belgharia News | বেলঘরিয়ার ব্যবসায়ী কে জেল থেকেই বারবার ফোন, কী দাবি কুখ্যাত দুষ্কৃতির?
02:37:27
Video thumbnail
Abhishek Banerjee | অপারেশন শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন?
02:57:13