Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsলঞ্চ পরিষেবা বন্ধ, বিপাকে অফিসযাত্রীরা

লঞ্চ পরিষেবা বন্ধ, বিপাকে অফিসযাত্রীরা

Follow Us :

হাওড়া: হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি (Hooghly River Waterway Cooperative Society) বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে যে, এই সংস্থার লঞ্চ (Launch) বা ভেসেলগুলির (Vessles) রক্ষণাবেক্ষণের জন্য আজ, ১৯ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সংস্থার ফেরি পরিষেবা (Ferry Service) সম্পূর্ণ বন্ধ থাকবে।

আচমকা এই নোটিসের জেরে লঞ্চঘাটে এসে হয়রানি শিকার হচ্ছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, আগেভাগে এই বিজ্ঞপ্তি না পৌঁছানোয় তীরে এসে ফিরে যেতে হচ্ছে। এনিয়ে অফিস টাইমে বাড়ছে বিক্ষোভ।

আরও পড়ুন: ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ ভোটের পরে: মমতা

হুগলি নদী জলপথ পরিবহণে প্রতিদিন হাজার হাজার মানুষ কলকাতা যাতায়াত করেন। হাওড়া স্টেশনে নেমে লঞ্চ পেরিয়ে ডালহৌসিতে কাজে যান। এছাড়াও বাগবাজার, আহিরীটোলা থেকেও নিত্যযাত্রীরা যাতায়াত করেন।

যাত্রীদের অভিযোগ, মেরামতি বা রক্ষণাবেক্ষণ জরুরি, তা সবাই বোঝেন। কিন্তু, এ সম্পর্কে আগেভাগে জানাতেই পারত কর্তৃপক্ষ। হঠাৎ করে নোটিস দেওয়ায় লঞ্চঘাটে এসে তাঁরা বিপত্তির মুখে পড়েছেন। কারণ লঞ্চঘাট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ফিরে যেতে অনেক হ্যাপা পোহাতে হয়।

অনেকে এও অভিযোগ তোলেন যে, আসলে গঙ্গাসাগরের জন্য এখন থেকে লঞ্চ সারানোর তাগিদ মাথায় চেগেছে। তা না হলে অফিসের দিন থেকে ক্রিসমাসের আগে পর্যন্ত মেরামতি হবে কেন?

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular