skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeBig newsগোঁসা ভাঙাতে ইন্ডিয়ার 'মুখ' নীতীশ? স্থগিত বৈঠক

গোঁসা ভাঙাতে ইন্ডিয়ার ‘মুখ’ নীতীশ? স্থগিত বৈঠক

Follow Us :

নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের ভার্চুয়াল বৈঠক পিছিয়ে দেওয়া হল। আজ, বুধবার এই বৈঠক হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে এবং সকলে রাজি হলে জোট টিকিয়ে রাখতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই ‘মুখ’ হিসেবে তুলে ধরা হবে। সূত্রে জানা গিয়েছে, এ বছর হতে চলা লোকসভা নির্বাচনে মোদি বিরোধী ইন্ডিয়া জোটের আহ্বায়ক করা হবে নীতীশকে।

এদিনের ভার্চুয়াল বৈঠক পিছিয়ে গেলেও অতি দ্রুত সেই সিদ্ধান্ত হতে পারে। কংগ্রেস এ ব্যাপারে খোদ নীতীশ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে কথা বলে রেখেছে। জোটের অন্য শরিকদের সঙ্গেও আলোচনা করে সহমতে পৌঁছনো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: লোকসভা ভোট কি এপ্রিল-মে মাসেই? নির্দেশিকায় জল্পনা

নীতীশ কুমার নিজে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও নীতীশকে আহ্বায়ক করার ব্যাপারে রাজি। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়্গেকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে প্রস্তাব দিয়েছিলেন। কেজরিওয়াল সেই প্রস্তাবকে সমর্থন করেছিলেন।

শোনা যায় তারপরেই নীতীশ কুমারের গোঁসা হয়েছিল। যা ভাঙাতে দফায় দফায় তাঁর সঙ্গে কথা বলেন রাহুল গান্ধীসহ অন্য নেতারা। খাড়্গের নাম প্রস্তাবের পর কংগ্রেসের অভ্যন্তরে বিস্তর আলোচনা হয়। তারপরেই হাইকমান্ডের সিদ্ধান্ত, কংগ্রেস শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের নৌকায় থাকলেও ‘কাপ্তান’ হতে নারাজ। গত ডিসেম্বরের শেষে কংগ্রেস ঠিক করে, এবারের ভোটে করেঙ্গে ইয়ে মরেঙ্গে নীতিতে তারা চলবে। একা প্রার্থী দেবে ২৯১টি আসনে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular