skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent Newsপূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের দায়িত্বে মনোজ পাণ্ডে

পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের দায়িত্বে মনোজ পাণ্ডে

Follow Us :

বিশিষ্ট সেবা পদক জয়ী লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের দায়িত্ব ভার গ্রহন করেছেন। এর আগে তিনি ১ জুলাই ২০২০ থেকে চলতি মাসের ৩১ মে পর্যন্ত ভারতের একমাত্র তিন বাহিনীর অপারেশনাল কমান্ডের আন্দামান ও নিকোবর সেনা কমান্ডের কমান্ড ইন চিফ হিসাবে দায়িত্বে ছিলেন। ১৯৮২ সালের ডিসেম্বর মাসে বম্বেতে(মুম্বাই) তিনি সেনাবাহিনীতে যোগ দেন। চাকরি জীবনে বিভিন্ন মর্যাদা পূর্ণ্য কমান্ড স্টাফের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি তিনি সকল ধরণের যুদ্ধে শত্রুপক্ষের মোকাবিলায় দক্ষ। জম্বু -কাশ্মীরে অপারেশন “পরাক্রম” চলাকালীন নিয়ন্ত্রণ রেখায় তিনি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন। পশ্চিম ক্ষেত্রে ইঞ্জিনিয়ার ব্রিগেড, জম্বু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় পদাতিক বাহিনী ,পশ্চিম লাদাখে উঁচু পার্বত্য এলাকার পার্বত্য বিভাগ এবং উত্তর পূর্বের দায়িত্ব সামলেছেন। মনোজ পাণ্ডে বির্ট্রেনের স্টাফ কলেজ ক্যামবারলি থেকে স্নাতক। কর্মজীবনে বিভিন্ন অভিঞ্জতা রয়েছে তাঁর। সেনা সদর দফতরের সামরিক সচিব ও সামরিক অপারেশন শাখা এবং কলকাতায় ,উত্তর পূর্বের ব্রিগেডের সদর দফতরের অপারেশন শাখা এবং কলকাতায় পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের সদর দফতরে কাজ করেছেন। পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের দায়িত্বভার গ্রহণের পর তিনি সাধারণ জনগনকে উষ্ন অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনে তাঁদের শান্তি, সমৃদ্ধি সুখ ও সুস্বাস্হ্য কামনা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular