skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsমোহনবাগানের নতুন কোচের চ্যালেঞ্জ এখন পুরনো ক্লাবকে হারানো

মোহনবাগানের নতুন কোচের চ্যালেঞ্জ এখন পুরনো ক্লাবকে হারানো

Follow Us :

বুধবার এ বছরের শেষ আই এস এল ম্যাচে এটিকে মোহনবাগান মুখোমুখি হবে এফ সি গোয়ার। কদিন আগে যে জুয়ান ফের্নেন্দো গোয়ার কোচ ছিলেন তিনিই এখন মোহনবাগনের দায়িত্বে। গোয়ার কোচ থাকার জন্য সেই টিমটাকে হাতের তালুর মতো চেনেন ফের্নান্দো। এখন দেখার বর্ষশেষের শেষ ম্যাচ থেকে তিনি মোহনবাগানকে তিন পয়েন্ট এনে দিতে পারেন কি না।

আন্তোনিও হাবাসকে বিদায় করে জুয়ান ফের্নান্দোকে কোচ করে আনার পর প্রথম ম্যাচেই কিন্তু মোহনবাগান বেশ ভাল খেলে জিতেছে। তারা ৩-২ গোলে হারিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে। ম্যাচে যে মোহনবাগানের প্রাধান্য কতটা ছিল তা ফল দেখে বোঝা যাবে না। বেশ খোলা মনে এবং স্কিলফুল ফুটবল খেলে মোহনবাগান ম্যাচটা জেতে। জোড়া গোল করেন হুগো বুমো। এই মরসুমে রয় কৃষ্ণের তুলনায় বুমো বেশ ভাল খেলছেন। তাঁর গোল সংখ্যাও বেশি। তবে কৃষ্ণকে বাদ দিয়ে তো মোহনবাগান টিম হবে না। এখন দেখার নতুন কোচ কৃষ্ণের কাছ থেকে কতটা ভাল খেলা বের করে আনতে পারেন।

বাকি চার বিদেশির মধ্যে তিরি এখন ডিফেন্সে বেশ ভাল মানিয়ে গেছেন। ডিফেন্সের সমস্যার জন্য এ বছরের মোহনবাগানকে ম্যাচের পর ম্যাচ ভুগতে হচ্ছে। সন্দেশ ঝিঙ্গনের ভাল পরিবর্ত এখনও পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ডিপ ডিফেন্সে তিরিকে রেখে মাঝ মাঠে কার্ল ম্যাকহিউকে কাজে লাগাতে চাইছেন ফের্নান্দো। এতে জনি কাউকোর প্রথম একাদশে ঢোকা বন্ধ হয়ে যাচ্ছে। আর গত মরসুম পর্যন্ত রয় কৃষ্ণের নিয়মিত সঙ্গী ছিলেন ডেভিড উইলিয়ামস। কিন্তু এবার এখন পর্যন্ত তিনি সাতটা ম্যাচে মাত্র ১২৯ মিনিট খেলেছেন। অসন্তোষ তৈরি হচ্ছে তাঁর মধ্যে। জানুয়ারি উইন্ডোতে তিনি দল ছাড়লে অবাক হওয়ার কিছু নেই।

মোহনবাগানের স্বদেশি ব্রিগেড কিন্তু বেশ ভালই খেলছে। সবার আগে নাম করতে হবে লিস্টন কোলাসোর কথা। গোয়ার প্লেয়ার লিস্টন গত বছরে খেলেছেন এফ সি গোয়াতে। এবারের আই এস এল-এর সাতটা ম্যাচে তিনি গোল করে ফেলেছেন চারটি। সঙ্গে বেশ কয়েকটা অ্যাসিস্ট আছে। বাঁ দিক দিয়ে লিস্টন যতটা ভাল, ডান দিক দিয়ে মনবীর সিং ততটা ভাল নন। গত বার তিনি যা খেলেছিলেন এবার তার ধারে কাছে নেই। এই জায়গাটা নতুন কোচকে ভাবাতে বাধ্য। ডিফেন্সে তিরিকে মাঝ খানে রেখে আশুতোষ মেহতা, প্রীতম কোটাল এবং শুভাশিস বসুরা প্রথম দিকে ফাঁক ফোঁকর ভরাট করে এখন বেশ ভালই খেলছেন। কিন্তু সেট পিসের সময় মোহন ডিফেন্স বার বার মুশকিলে পড়ছে। এখন পর্যন্ত সাত ম্যাচে তারা গোল খেয়েছে ১৫টি। চ্যাম্পিয়ন হতে চাওয়া দলটির পক্ষে খুব ভাল বিজ্ঞাপণ নয়। মাঝ মাঠে দীপক টেংরি কিংবা লেনি রডরিগসের কাছ থেকে আরও ভাল খেলা আশা করছে মোহনবাগান।

জুয়ান ফের্নান্দোর জায়গায় গোয়ার নতুন কোচ হয়েছেন ডেরেক পেরেরা। জাতীয় দলের প্রাক্তন এই ডিফেন্ডারের কোচিং অভিজ্ঞতা ভাল। মোহনবাগানের বিরুদ্ধে ডেরেক তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবেন নিশ্চয়ই। সাত ম্যাচে মোহনবাগানের পয়েন্ট এখন ১১, গোয়ার ৮। এখন দেখার বছরের শেষ ম্যাচে জুয়ন কি পারবেন তাঁর পুরনো ক্লাবকে টেক্কা দিতে।

RELATED ARTICLES

Most Popular