Friday, July 5, 2024

HomeCurrent NewsMonkeypox: মাঙ্কিপক্স সন্দেহে উত্তরপ্রদেশে পাঁচ বছরের শিশুর নমুনা পরীক্ষা

Monkeypox: মাঙ্কিপক্স সন্দেহে উত্তরপ্রদেশে পাঁচ বছরের শিশুর নমুনা পরীক্ষা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে সারা বিশ্বে। এবার ভারতে মাঙ্কিপক্স সন্দেহে নমুনা সংগ্রহ করা হল এক শিশুর। উত্তরপ্রদেশের একটি পাঁচ বছরের শিশুর শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। গাজিয়াবাদের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, কয়েকদিন ধরেই ওই শিশুর শরীরে চুলকানির সমস্যা হচ্ছিল। তারপর হঠাৎ করেই ফোস্কার মতো দাগ দেখা যায় তার শরীরে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার তার নমুনা পাঠানো হয়েছে পরীক্ষাগারে।

সূত্রের খবর, আর কোনও শারীরিক সমস্যা নেই ওই শিশুর। গত এক মাসে বিদেশ ভ্রমণের ইতিহাসও নেই ওই শিশুর পরিবারের। তবুও মাঙ্কিপক্সের মতো উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করা হবে তার নমুনা।

আফ্রিকার বাইরে পশ্চিমের দেশগুলোতে ক্রমশই বাড়ছে মাঙ্কিপক্স সংক্রমণ। ব্রিটেনে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। ভারতে এখনও মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ না মিললেও, সতর্ক কেন্দ্র। ইতিমধ্যেই অ্যাডভাইসরি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত দেশগুলিতে গত ২১ দিনের মধ্যে যারা ঘুরে এসেছেন সেই সব নাগরিকদের মাঙ্কি পক্সের কোনও লক্ষণ ও উপসর্গ দেখা দিলে তাঁদের আইসোলেশনে রাখতে হবে। ওই ব্যক্তি কতদিন আইসলেশনে থাকবেন সেটা তাঁর শারীরিক পরিস্থিতি দেখে ঠিক করবেন মেডিকেল অফিসার। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাঁদের চিহ্নিত করতে হবে। কারও শরীরে উপসর্গ দেখা দিলে তাঁর নমুনা পরীক্ষা করতে পাঠাতে হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে।

আরও পড়ুন: Dolon Roy: শ্যুট থেকে বাড়ি ফিরেই হিট স্ট্রোক, হাসপাতালে ভর্তি দোলন রায়

স্মল পক্স-এর গোত্রের ভাইরাস মাঙ্কি পক্স। অত্যন্ত বিরল এই ভাইরাস। ১৯৫৮ সালে সর্বপ্রথম এই ভাইরাসের হদিশ মেলে। ১৯৭০ সালে রিপাবলিক অফ কঙ্গোর এক বাসিন্দার দেহে মাঙ্কি পক্স থাবা বসায়। ২০০১ সালে শেষবার যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছিল।

RELATED ARTICLES

Most Popular