skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরJalpaiguri: ওঝার খপ্পরে পড়ে বেঘোরে মৃত্যু সাপে কাটা ১০ বছরের শিশুর

Jalpaiguri: ওঝার খপ্পরে পড়ে বেঘোরে মৃত্যু সাপে কাটা ১০ বছরের শিশুর

Follow Us :

জলপাইগুড়ি: ফের কুসংস্কারের শিকার ১০ বছরের শিশু। সময়মতো হাসপাতালে নিয়ে না যাওয়ায় মৃত্যু হল সাপে কামড়ানো শিশুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ওই এলাকার এক শিশুকে সাপে কামড়ায়। তবে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল ওঝার কাছে। সেই কারণেই সময় নষ্ট হয়। তারপর হাসপাতালে নিয়ে গেলে কোনও ফল হয়নি। চিকিৎসকদের সব প্রচেষ্টায় ব্যর্থ হয়। মৃত্যুর কোলে ঢোলে পড়ে বছর দশের ছোট্ট মহম্মদ আজমীর হোসেনের।

ইতিমধ্যে ঘটনাটি নিয়ে সরব হয়েছেন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান হেমব্রম। তিনি জানান, এধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। একইমত পোষণ করেন গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহজাহান আলম ও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান অনিতা রাউতও। 

আরও পড়ুন:Eknath Shinde: বিজেপিতে যোগ দিতে পারেন শিণ্ডে শিবিরেররে ২২ জন বিধায়ক, দাবি সামনায়

হেমব্রম জানান, এই ঘটনা নিয়ে অভিযোগ জানানো হবে। এলাকায় আগেও সচেতনতামূলক কর্মসূচি চালানো হয়েছে। কিন্তু ফের এই ঘটনা দুঃখজনক। এ প্রসঙ্গে জলপাইগুড়ির বিডিও জানান, এলাকায় সচেতনতামূলক কর্মসূচি করা হবে। জেলার ডেপুটি সিএমওএইচ মৃদুল ঘোষ বলেন, বহুবার সচেতনতা চালানো হয়েছে। কিন্তু তারপরও এ ধরনের ঘটনা হতাশাজনক। তিনি উল্লেখ করে বলেন, শুধু এই একটা বিষয় নয়। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়েও বিস্তর সচেতনতার পরও মানুষ বাড়িতে মানুষ জল জমিয়ে রাখেন।

RELATED ARTICLES

Most Popular