skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরকয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ ধৃত ৪ জনের সিবিআই হেফাজত

কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ ধৃত ৪ জনের সিবিআই হেফাজত

Follow Us :

আসানসোল : কয়লা পাচার-কাণ্ডে ধৃতদের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃত জয়দেব মণ্ডলকে আগামী ১লা অক্টোবর পর্যন্ত পাঠানো হল সিবিআই হেফাজতে। ধৃত নারায়ণ নন্দা, গুরুপদ মাজি ও নিরোধ মণ্ডলের ৪ঠা অক্টোবর পর্যন্ত সিবিআই হেফাজত। এমনটাই নির্দেশ দিয়েছে আসানসোলের সিবিআই আদালত।

ভোটের আগে থেকেই কয়লা পাচার-কাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই ঘটনার তদন্তে নেমে সোমবার চারজনকে গ্রেফতার করে সিবিআই। ওই দিন নিজাম প্যালেসে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তাদের গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার সকালে কলকাতা থেকে আসানসোলে নিয়ে যাওয়া হয় ধৃতদের। ধৃত চারজন বেআইনি কয়লা কারবারের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের গ্রেফতার আরও এক, সিআইডির জালে মোট ৭

চারজনকে জিজ্ঞাসাবাদ করলে বেআইনি কয়লা-কাণ্ড নিয়ে আরও বহু তথ্য সামনে আসবে বলে সিবিআইয়ের দাবি। শুধু তাই নয়, আরও অনেক প্রভাবশালীদের নাম উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

কয়লা পাচার-কান্ডের তদন্তে নেমে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। সেই তল্লাশিতে বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয় একাধিক নথিপত্র। সেখান থেকেই এই চারজনের নাম পায় তদন্তকারীরা। এরপরেই তাদের ওই দিন নিজাম প্যালেসে ডাকা হয়। চলে টানা জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন : বৃহস্পতিতে ভবানীপুরে ভোটে বাধা নেই, স্পষ্ট জানাল হাই কোর্ট

অভিযুক্তদের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, “সিবিআই সাত দিনের জন্য রিমান্ড চেয়েছে। আমরা তা কম করতে বলেছি। কারণ, চারজনেই অসুস্থ। তারা তদন্তে সহযোগিতা করেছেন। আগামী দিনেও সহযোগিতা করবেন। ওই চারজনের কাছে সঠিক উত্তর না পেয়েই সিবিআই তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছে। অনূপ মাঝির বিরুদ্ধে কয়লা সংক্রান্ত যে মামলা আছে, সেই তদন্তে এদের দিয়ে আলোকপাত করাতে চাইছে সিবিআই। এছাড়াও সিবিআই তাদের থেকে জানতে চায় যে কি ভাবে এই কয়লার ব্যবসা চলত”।

 

RELATED ARTICLES

Most Popular