skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsKaliachak Blast: মালদহের কালিয়াচকে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, মৃত ১ শিশু

Kaliachak Blast: মালদহের কালিয়াচকে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, মৃত ১ শিশু

Follow Us :

মালদহ: মালদহের কালিয়াচক থানার (Kaliachak Blast) নয়াগ্রামে শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু একাধিক গবাদি পশু সহ তিন বছরের এক শিশুর। এই বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।

পুলিস সূত্রে খবর,  নয়াগ্রামের হাবিবুর সেখের স্ত্রী সকালে রান্নার জন্য গ্যাস ধরিয়ে ছিলেন। সেই সময় হঠাৎ করে বিস্ফোরণ হয়।গুরুত্বর আহত হয় তিন বছরের ছেলে তাবরেজ সেখ। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচক থানার পুলিস। কীভাবে হল বিস্ফোরণ তা জানতে খতিয়ে দেখেন ঘটনাস্থল।কালিয়াচক থানার পুলিস বাড়িটিকে ঘিরে দিয়েছে।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ির মধ্যে ঢুকতে পারবে না।

যদিও বাড়ির লোকের দাবী, বাড়ির গ্যাস সিলিন্ডার ফ্যাট এই বিস্ফোরণ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।একজন ডিএসপি পদমর্যাদার পুলিস অফিসার এই তদন্তের দায়িত্বে রয়েছেন।

ভয়াবহ বিস্ফোরণে উড়ল ঘরের ছাদ

আরও পড়ুন Kolkata Hc on English Teacher: ক্ষমতা দেখাতে গিয়ে স্কুল ‘প্রধান’দের পকেট থেকে ৭.৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

RELATED ARTICLES

Most Popular