Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsKolkata Hc on English Teacher: ক্ষমতা দেখাতে গিয়ে স্কুল 'প্রধান'দের পকেট থেকে...

Kolkata Hc on English Teacher: ক্ষমতা দেখাতে গিয়ে স্কুল ‘প্রধান’দের পকেট থেকে ৭.৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ হাই কোর্টের

Follow Us :

কলকাতা: ক্ষমতা দেখাতে গিয়ে হাই কোর্টের রোষানলে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক (Kolkata Hc on English Teacher)। তিন জনের ক্ষমতার অপব্যবহারের কারণে গত ১৩ মাস ধরে বেতন পাচ্ছেন না এক শিক্ষিকা । সোমবার এই মামলারই রায় দিল কলকাতা হাই কোর্ট (Kolkata Hc)। ১৩ মাস শিক্ষিকার বেতন প্রায় ৭.৫ লক্ষ টাকা । সেই টাকা দিতে হবে ২ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান প্রধান শিক্ষককেই। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে’র কড়া পর্যবেক্ষণ, প্রধান শিক্ষক ভুল করলে তার খেসারত তাঁদেরই দিতে হবে। রাজ্য সরকার কোনও দায়ভার নেবে না এর।

হাই কোর্ট ভুল ধরিয়ে দিলে ইংরেজির শিক্ষিকা সংযুক্তা রায়কে নিয়োগ করায় বর্তমান করোনেশনের স্কুলের প্রধান শিক্ষক। বর্তমানে স্কুলে কোন ইংরেজি শূন্যপদ না থাকলেও নিয়োগ করানো হয় সংযুক্তা রায়কে। স্বাভাবিক কারণেই এটা অনিয়ম।। আর এই অনিয়ম এর সম্পূর্ণ দায় ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত দায়িত্বে থাকা স্কুলের প্রাক্তন ২ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা বর্তমান প্রধান শিক্ষকের। সাফ জানিয়ে দিল হাই কোর্টের একক বেঞ্চ।

গত ১৩ মাসে সংযুক্তা রায় বেতন বাবদ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা পাননি। রাস্তায় ঘুরেছেন বিচার চেয়ে। উত্তর দিনাজপুর জেলার ডিআই-এর নির্দেশের পরেও ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে নিয়োগ করানো হয়নি শিক্ষিকাকে।আইনজীবী অঞ্জন ভট্টাচার্য জানান, স্ত্রীকে খুনের মামলায় অভিযুক্ত থেকে আসামি হয় ওই স্কুলেরই ইংরেজির শিক্ষক মহঃ মাহিদুল আলম। এই শিক্ষক তথ্য গোপন করে আদালত থেকে নির্দেশ নিয়ে রায়গঞ্জ করোনেশন স্কুলের পুনরায় যোগ দেয়। এই ঘটনায় চূড়ান্ত বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।শুধু তাই নয়, গত ১৩ মাস বেতন পেয়েছেন খুনে অভিযুক্ত ইংরেজির শিক্ষক মাহিদুল আলম।

আরও পড়ুন Rampurhat Violence: রামপুরহাট হিংসার CBI তদন্ত শুরু, বগটুই গ্রামের পোড়া বাড়িঘর থেকে নমুনা সংগ্রহ 

বিচারপতির প্রশ্ন, খুনে দোষী সাব্যস্ত হলে এই ইংরেজির শিক্ষক চাকরিতে পুনরায় যোগ দিলেন কি ভাবে! কী ভাবেই বা তিনি বেতন পেলেন! ঘটনাটি সামনে আসতেই তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বা বর্তমান প্রধান শিক্ষিক কী ভাবে পুরো বিষয়টা স্বীকার করেন। ,বলেন পুরোটাই একটা ষড়যন্ত্রের অংশ। আদালত প্রতিটি অংশের রহস্য ভেদ চায়।

রায়গঞ্জ করোনেশন স্কুলের এই ঘটনায় এজলাসে তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তথ্য লুকিয়ে খুনে অভিযুক্ত শিক্ষকের আদালত থেকে নির্দেশ আদায়েরও শেষ দেখে ছাড়তে চান বিচারপতি। পুরনো মামলার সমস্ত রেকর্ড তলব করেছেন হাই কোর্ট রেজিস্ট্রি থেকে।

আরও পড়ুন Rampurhat Violence: রামপুরহাট হিংসার CBI তদন্ত শুরু, বগটুই গ্রামের পোড়া বাড়িঘর থেকে নমুনা সংগ্রহ 

 

RELATED ARTICLES

Most Popular