skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরPurulia Train Accident: বিয়ের সাতদিনের মাথায় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

Purulia Train Accident: বিয়ের সাতদিনের মাথায় ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

Follow Us :

পুরুলিয়া: বিয়ে হয়েছে সাতদিনও কাটেনি৷ এর মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল সদ্য বিবাহিত এক যুবকের৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার শিয়ালখেদা এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিস৷ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা৷ পুলিস জানিয়েছে, নিহতের নাম বিষ্ণু পাসোয়ান৷ পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে৷ খবর পেয়ে ১৮ নম্বর ওয়ার্ডের রেনি রোড এলাকার সেকড়া পাড়ায় নেমে আসে শোকের ছায়া৷ কান্নায় ভেঙে পড়েন বাড়ির সদস্যরা৷

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বিষ্ণুর৷ যদিও এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা জানার চেষ্টা করা হচ্ছে৷ পরিবারের সদস্যরা পুলিসকে জানিয়েছেন, প্রতিদিনের মতো প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হন বিষ্ণু৷ তারপরই আদ্রা চান্ডিল রেল শাখায় একটি ব্রিজের নীচে উদ্ধার হয় যুবকের দেহ৷ স্থানীয়রা সেখানে মৃতদেহ দেখতে পেয়ে পুলিসকে খবর দেন৷ ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি এবং স্থানীয় থানার পুলিস৷ বছর ২৬-এর বিষ্ণু কী করতে গিয়েছিল ওই ব্রিজের কাছে গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিস৷

আরও পড়ুন: Newtown Body Recover: নিউটাউনে লিভ ইনে থাকা মহিলার ঝুলন্ত দেহ, পলাতক পুরুষ সঙ্গী

RELATED ARTICLES

Most Popular