skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsভাঙ্গন অব্যাহত হরিণঘাটায় , প্রায় দু'হাজার কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান

ভাঙ্গন অব্যাহত হরিণঘাটায় , প্রায় দু’হাজার কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান

Follow Us :

হরিণঘাটা:  আবারও ভাঙ্গন।  শনিবারের গতকালের পর রবিবারেও হরিণঘাটা ব্লকের জাগুলীতে বিজেপি, আইএস এবং সিপিএম থেকে মোট ১৬৫৭ জন তৃণমূলে যোগদান করলেন।

রাজ্য মহিলা মোর্চার সদস্য মিলি সরকার-সহ বহু বিজেপি কর্মী সমর্থক রবিবারে তৃণমূলে যোগদান করলেন।  তিনি বলেন, বিজেপির প্রতি স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপি শুধু স্বপ্ন দেখায়।  বাস্তবে যার কোনও মিল নেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে বিভিন্ন প্রকল্প এনেছেন।  যেখানে সকলে সুবিধা পাচ্ছেন আগামীতে তাঁর হাতকে শক্ত করতে চান।  আগামী দিনে মানুষের কাজ করার যে লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ।

আরও পড়ুন – আউসগ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় আটক তৃনমূলেরই ৪ নেতা-কর্মী

শনিবারও হরিণঘাটা বিজেপির  ৪৭ নম্বর জেডপি-র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদ্মত্যাগ করেন৷ তাঁদের সঙ্গে প্রায় ৭০০ বিজেপি ও আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।  রবিবার আবারও যোগদানে হরিণঘাটা বিজেপির বড় ধাক্কা হলেও শক্তি বৃদ্ধি হয়েছে ঘাস ফুলের৷

অন্যদিকে, রবিবার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে একটি মেলায় আসেন অনুব্রত মণ্ডল।   গ্রামের পীঠস্থান যোগাদ্যা মায়ের আটচালার উদ্বোধন করেন।  উদ্বোধন করার সেখান থেকেই বিরোধী দল বিজেপির  উদ্দেশে হুঁশিয়ারি দেন ‘খেলা হবে’ বলে।

আরও পড়ুন- তৃণমূলে যোগদানের হিড়িক

আর এই মঞ্চেই ওই এলাকার প্রায় সাড়ে তিন হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন।  বিজেপির মন্ডল সভাপতি, বুথ সভাপতি এবং কর্মী মিলিয়ে  ২৪০০ জন এদিন যোগদান করেছেন । বাকি ১১০০ জন যোগ দিয়েছেন অন্যান্য দল থেকে।

RELATED ARTICLES

Most Popular