skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরমহালয়ার আগেই রেডিও কেনার হিড়িক, সারানো হচ্ছে পুরোনো রেডিও

মহালয়ার আগেই রেডিও কেনার হিড়িক, সারানো হচ্ছে পুরোনো রেডিও

Follow Us :

মাজদিয়া : বাঙালির নস্টালজিক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়ার চন্ডী পাঠ। তাই প্রতি বছরের মত এ বছরও ঘরের পুরনো রেডিও বের করে মুছে পরিষ্কার করা হচ্ছে। দীর্ঘদিন হয়তো রেডিও চলে না, কিন্তু রেডিওতে চন্ডী পাঠ শোনার আনন্দই আলাদা। সে কারণে অনেকেই রেডিও সারাতে রেডিও মেরামতের দোকান গুলোতে ভিড় জমাচ্ছেন। সেই সঙ্গে বহু মানুষের নতুন রেডিও কেনার হিড়িক দেখা গেল নদিয়া জুড়ে।

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর। আর দিন দুয়েক পরে বুধবার, ৬ অক্টোবর ভোরবেলা প্রত্যেক বাঙালির ঘরে বেজে উঠবে এই বাণী। মহালয়াকে কেন্দ্র করে বাঙালির আবেগ চিরন্তন। শিউলি ফুলের গন্ধ আর তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ আগাম বার্তা দেয় মহালয়ার। ওই দিন থেকেই সূচনা হয় দেবীপক্ষের। পুজো পুজো ভাব আসে বাঙালির মনে। মহালয়ার দিনেই মায়ের চক্ষুদান করা হয়। তাই প্রত্যেক বছরের মত এ বছরও মহালয়া নিয়ে উন্মাদনা দেখা গেল আপামর বাঙালির মনে।

আরও পড়ুন : মহালয়ার আগেই শেষ ‘মহিষাসুরমর্দিনী’

ঢাকের আওয়াজ ছাড়া যেমন দুর্গাপুজো সম্পন্ন হয় না। ঠিক তেমনি মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ ছাড়া মহালয়া সম্পূর্ণ হয় না। বছরের আর কোনও দিন না হোক অন্তত মহালয়ার দিন ভোর ৫টার সময় রেডিওতে আকাশবাণী চ্যানেল চালান প্রায় প্রত্যেক বাঙালি। বহু বছর ধরে একই চণ্ডীপাঠ শুনলেও আজও তার গুরুত্ব বা মাধুর্য এতটুকুও কমেনি। তাই মহালয়ার আগে তড়িঘড়ি পুরোনো রেডিও সারানোর এবং নতুন রেডিও কেনার হিড়িক দেখা গেল নদিয়ার মাজদিয়া বাজার সংলগ্ন এলাকায়।

বয়স্ক ব্যক্তিরা রেডিওর দোকান থেকে তাঁদের পুরনো রেডিও মেরামত করিয়ে নিচ্ছেন যাতে ভোর ৫টায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উচ্চারণে চণ্ডীপাঠ শুনতে পারেন। অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন নতুন রেডিও। তাঁদের বক্তব্য, বর্তমানে টিভিতে মহিষাসুরমর্দিনী যে সব অনুষ্ঠান হয় তা দেখতে ভালো লাগে না। তার চেয়ে বহু প্রাচীন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠই রেডিওতে শুনতে তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরও পড়ুন : মহালয়ায় সিনেমার সমাবর্তন

টেলিভিশনের দূরদর্শন চ্যানেলে মহালয়ার দিন ভোরবেলা অনেক বছর ধরেই হয়ে আসছে মহিষাসুরমর্দিনী নামে একটি অনুষ্ঠান। যা দেখতে ভালবাসতেন বাড়ির কচিকাঁচা থেকে শুরু করে বাড়ির মহিলারাও। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, গল্পের ছন্দে যেভাবে বিভিন্ন চ্যানেলে এই অনুষ্ঠানগুলি মহালয়ার দিন সম্প্রচার করা হয়, তা বাঙালির হৃদয়ে খুব একটা জায়গা করে নিতে পারেনি। বরং পুরনো রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ বাঙালির মনে আজও উজ্জ্বল হয়ে আছে।

RELATED ARTICLES

Most Popular