skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsBankura Tribal Protest: তালড্যাংরায় আদিবাসী ছাত্রীর উপর নির্যাতন, প্রতিবাদে তির-ধনুক হাতে পথে...

Bankura Tribal Protest: তালড্যাংরায় আদিবাসী ছাত্রীর উপর নির্যাতন, প্রতিবাদে তির-ধনুক হাতে পথে আদিবাসী সংগঠন

Follow Us :

বাঁকুড়া: তালড্যাংরায় এলাকায় আদিবাসী ছাত্রীর উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামল ভারত জাকাত মাঝি পরগনা মহল। শুক্রবার সাবড়াকোনে এই সংগঠন বিক্ষোভ মিছিল ও পথসভা করে ওই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

গত ২৪ এপ্রিল কম্পিউটার ক্লাসে যাওয়ার পথে ওই আদিবাসী ছাত্রীকে একা পেয়ে মারধরের পর ধর্ষণের চেষ্টা করে চার যপবক। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তালড্যাংরা থানার পুলিস দুজনকে গ্রেফতার করেছে। এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামল ভারত জাকাত মাঝি পরগনা মহল।

আরও পড়ুন: Amit Shah: ৩৫৬ বা সিবিআই দাওয়াই নয়, সংগঠন গড়ে তৃণমূলকে মোকাবিলার বার্তা অমিত শাহের

এই সংগঠনের তালড্যাংরা মুলুকের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সমাজের মানুষ হাজির হন। সাবড়াকোন লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। পরে এই ঘটনার প্রতিবাদে একটি পথসভাও করা হয়।  পুলিস এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে থানা ঘেরাও, রাস্তা অবরোধ, এমনকী বনধের পথে নামার হুঁশিয়ারিও দেয় ভারত জাকাত মাঝি পরগনা মহল।

RELATED ARTICLES

Most Popular