skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeবিনোদননভেম্বরে গোয়ায় চলচ্চিত্র উৎসব

নভেম্বরে গোয়ায় চলচ্চিত্র উৎসব

Follow Us :

সদ্যই হয়ে গেল  এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষণা। গোয়ায় বসবে ৫২ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সদ্যই তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর ৫২তম চলচ্চিত্র উৎসবের পোস্টার ও নিয়মনীতি ঘোষণা করলেন। করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কের কথা মাথায় রেখেই ঘোষণা হল চলচ্চিত্র উৎসবের। নভেম্বরের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত গোয়ায় চলবে উৎসব। এশিয়ার সবথেকে পুরনো এবং ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসব গোয়ার এই চলচ্চিত্র উৎসব। ভারতীয় চলচ্চিত্র জগত, গোয়া সরকার এবং ফিল্ম ফেস্টভ্যাল কমিটির উদ্যোগেই হবে উৎসব। প্রতি বছরই বেশ কিছু নামজাদা দেশীয় ছবির পাশাপাশি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় সারা বিশ্বের  বহু নাম করা পরিচালকের নামীদামী ছবি। ৩১ অগস্ট পর্যন্ত চলচ্চিত্র উৎসবে যোগদানের সুযোগ থাকছে।

এই বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। সেই কথা মনে রেখে এবারের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের ওপর বিশেষ রেট্রোস্পেকটিভ তৈরি করে তাঁকে সম্মান জানানো হবে। ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদানের কথা স্মরণ করে ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য এই বছর থেকেই সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া শুরু হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

RELATED ARTICLES

Most Popular