skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeবিনোদনভাইজান শেখালেন কিভাবে অ্যাকশান শট দিতে হয়

ভাইজান শেখালেন কিভাবে অ্যাকশান শট দিতে হয়

Follow Us :

 একটা অ্যাকশন দৃশ্যের শট কিছুতেই ওকে হচ্ছিল না এই টলিউড নায়কের। সলমন খানের ছবি ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’ ছবির শুটিং চলছিল। সেই সময় হাজির ছিলেন ভাইজান। উঠে এসে নিজের হাতে বেশ কিছু কায়দা শিখিয়ে দিলেন টলি নায়ককে। শুধু শিখিয়ে দিয়ে চলে যান নি। দাঁড়িয়ে থেকে ‘টাইগার’ শট ওকে করে দিয়ে তবেই গেলেন। টলি নায়ক যিশু সেনগুপ্ত এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন। যীশুর ভাষায় এটা ছিল ‘কুল টিপস’। এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে যীশু এমনটাই জানিয়েছেন।টলি অভিনেতার কথায়, এত বড় সুপারহিরো, অথচ দারুন একজন মাটির মানুষ। আমরা ভাবতেই পারি না। আমাদের মাঝে মাঝেই আড্ডা হতো। যীশুর কথায় অ্যাকশন সিক্যুয়েন্সে শুটিং করাটা এমনিতেই একটু কঠিন। হাত পা নাড়ানো এবং সেইসঙ্গে মুখের ভঙ্গিমা সবকিছু একটা কোরিওগ্রাফি মেনে করতে হয়। কারণ টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। তা না হলে সিকোয়েন্সটা বিশ্বাসযোগ্য হয় না। এই ব্যাপারটাই বুঝতে সাহায্য করেছিলেন ‘বজরঙ্গি ভাইজান’। ‘অন্তিম..’ ছবিতে যীশু নাকি জানতেন না যে তাঁকে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হবে। কারণ পরিচালক মহেশ মঞ্জরেকার আগেভাগে টলি তারকাকে সে কথা কিছু জানাননি। চূড়ান্ত চুক্তি হবার পরেই পরিচালক যীশুকে সে কথা খোলসা করেছিলেন।

RELATED ARTICLES

Most Popular