skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeবিনোদনসত্যজিতের ছোট গল্প এবার বড় পর্দায়

সত্যজিতের ছোট গল্প এবার বড় পর্দায়

Follow Us :

সত্যজিৎ রায় এর ছোট গল্প ‘মাস্টার অংশুমান ‘ এবার বড় পর্দায় আসতে চলেছে। পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় এই ছোট গল্প কে বড় পর্দায় নিয়ে আসছেন। ছবির নাম ‘মাস্টার অংশুমান ‘ রাখা হয়েছে।

সত্যজিৎ রায়ের বিখ্যাত এই গল্পে দেখা যায় একটি ছোট ছেলে প্রথমবার তাঁর বাড়ি থেকে বেরিয়ে আজমের যায় অভিনয়ের জন্য। এই গল্পকেই সমসাময়িক করে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক।

 

 

বেশকিছু বছর ধরে এই গল্প নিয়ে ছবির ভাবনা তাঁর। কিংবদন্তি পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় এই গল্প নিয়ে ছবি করার অনুমতি দেন। পরিচালক এই গল্পকে এক রকম রেখেই সমসাময়িক করে তুলেছেন মাত্র। এই ছবিতে অংশুমান এর চরিত্রে অভিনয় করছে সমন্তক দ্যুতি মিত্র। এছাড়াও এই ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা ত্রিবেদী, রজতাভ দত্ত প্রমুখ। দার্জিলিঙের অউটডোর শ্যুট শেষ করে কলকাতায় ফিরছে আজ অর্থাৎ বৃহস্পতিবার। ছবির শ্যুটিংয়ের বাকি অংশ শ্যুট হবে কলকাতায়।

বহুদিন ধরেই সাগ্নিক এই গল্প নিয়ে কাজ করতে চেষ্টা করছেন, তাঁর মতে সন্দীপ রায় এই ছবির চিত্রনাট্য দেখতে চাননি সিনেমার পর্দাতে দেখবেন বলে জানিয়েছেন। ‘বম্বাইয়ের বোম্বেটে ‘ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই এই গল্প নিয়ে কাজ করার ইচ্ছে সাগ্নিক এর।

বহুদিন আগেই শ্যুটিংয়ের কথা ছিল, তবে করোনার জন্য শ্যুটিংয়ের কাজ শুরুর হতে বিলম্ব হয়। আশা করা হচ্ছে এই বছরেই মুক্তি পাবে এই ছবি।

RELATED ARTICLES

Most Popular