skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদন‘নারীবাদী’ ফারহান

‘নারীবাদী’ ফারহান

Follow Us :

দীর্ঘ ১০বছরেরও বেশি সময় পর ছবির পরিচালনা করতে চলেছেন ফারহান আখতার।তাঁর আপকামিং প্রজেক্ট জি লে জারা নিয়ে রীতিমতো উৎসাহী পরিচালক। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন তিন নায়িকা,প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।সদ্যই একটি ইন্টারভিউতে জি লে জারা নিয়ে মুখ খুলেছেন ফারহান আখতার।এর আগে তিন যুবকের জার্নি নিয়ে প্রথম ছবি দিল চাহতা হ্যায় তৈরি করেছিলেন তিনি।এরপর বলিউডে এই একই ধরণের পুরুষপ্রধান ছবি হলেও মেয়েদের নিয়ে এমন ছবি খুব একটা হয়না।তিনটি মেয়ের লং রোড জার্নির গল্প জি লে জারা।ফারহান মনে করেন,দর্শকের কাছে এইধরণের নারীকেন্দ্রিক ছবির আলাদা জায়গা আছে।

তিনি মনে করেন, সৃজনশীল ভারসাম্যের জন্য মেয়েদের নিয়ে আরও বেশি করে ছবি তৈরি করা প্রয়োজন।সেটা কমেডি,ড্রামা,থ্রিলার যায় হোক না কেন।পরিচালক সাফ জানাচ্ছেন,মেয়েদের চোখ দিয়েও পৃথিবীটা দেখানো খুব জরুরী বিষয়।এই বিষয়টা যত তাড়াতাড়ি রপ্ত করা যাবে,সমাজের জন্য সেটা ততই স্বাস্থ্যকর হবে।

ছবির গল্প নিয়ে বিশদে কিছু না জানালেও ফারহান জানাচ্ছেন,দিল চাহতা হ্যায় এর মতো এই ছবির গল্পও অন্যরকম স্বাদ দেবে সিনেপ্রেমীদের।অবশ্য এর পুরো ক্রেডিট জোয়া আখতার এবং রিমা কাগতিকে দিচ্ছেন পরিচালক।কারণ,ছবির কাহিনী-চিত্রনাট্য তাঁরাই তৈরি করেছেন।জি লে জারা-র শ্যুটিং শুরু করার জন্য মুখিয়ে আছেন তিনি।আগামী বছরের দ্বিতীয়ার্ধে জি লে জারা-র শ্যুটিং শুরু করতে চান ফারহান আখতার।

RELATED ARTICLES

Most Popular