skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeবিনোদনবন্যপ্রাণী হত্যার বিরুদ্ধে সোচ্চার রণদীপ

বন্যপ্রাণী হত্যার বিরুদ্ধে সোচ্চার রণদীপ

Follow Us :

বলিউড অভিনেতা রণদীপ হুদা সর্বদাই পরিবেশ ও প্রাণী সংরক্ষণের পক্ষে সোচ্চার। সম্প্রতি তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রকের কাছে একটি সাম্প্রতিক বন্যপ্রাণী হত্যার ভয়াবহ ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। সংশ্লিষ্ট রাজ্যে ৬০ টি বানর হত্যার মত জঘন্যতম কাজের ভাইরাল হওয়া ভিডিওর পাশাপাশি রণদীপ টুইটে লিখেছেন, ‘এটি একটি জঘন্যতম ঘটনা। ৬০টিরও বেশি বানরকে বিষ খাইয়ে ব্যাগে বেঁধে রাখা হয়েছিল। পরে কর্নাটকের হাসান জেলার সাকলেশপুর চৌরাস্তায় তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। রানদীপ টুইটের মাধ্যমে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেন যাতে এই ভয়াবহ অপরাধের জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া যায়। অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় ৬০টি বানরের মৃতদেহ রাস্তায় পড়ে রয়েছে। এ সম্পর্কিত একটি নোটে অভিনেতা পরিবেশ বিষয়ে বিভিন্ন লিঙ্ক এবং খবর শেয়ার করেন। পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এই ধরনের সমাজ সচেতনতার পরিচয় বলি- অভিনেতা রনদীপ হুডা এর আগে অনেকবার দিয়েছেন। জীববৈচিত্র্য সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলগুলিতে পশুদের ওপর নিষ্ঠুরতা বন্ধ করার আবেদন জানান। রণদীপ এর আগেও এই ধরনের জঘন্য ঘটনার বিরোধিতা করেছেন এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারদের কাছে এই ধরনের কাজ যাতে বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আবেদন করেছেন।
রণদীপকে সর্বশেষ যে ছবিতে দেখা গিয়েছিল সেটি হল প্রভুদেবা পরিচালিত ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’। এ ছবিতে তিনি ছিলেন সলমন খান ও দিশা পাটানির সঙ্গে। এছাড়াও আসন্ন বেশকিছু বলিউড ছবিতে তাকে দেখা যাবে। বর্তমানে তিনি ‘ইন্সপেক্টর অবিনাশ’ ছবির শুটিং করছেন। যেটি ওয়েব সিরিজ হিসেবে সম্প্রচারিত হবে। জেটি উত্তর প্রদেশ পুলিশ সুপার অবিনাশের জীবন নিয়ে তৈরি একটি পুলিশ থ্রিলার। এই ওয়েব সিরিজের মধ্যে দিয়েই রন্দীপ হুদার ওয়েব প্লাটফর্মে অভিষেক হবে

RELATED ARTICLES

Most Popular