skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeবিনোদনওটিটিতে অপেক্ষায় ‘ট্রিপল আর’

ওটিটিতে অপেক্ষায় ‘ট্রিপল আর’

Follow Us :

বড়পর্দায় মুক্তির প্রথম সপ্তাহেই বক্সঅফিসে তোলপাড় ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘ট্রিপল আর’।ইতিমধ্যেই ছবির রোজগার প্রায় ৭০০কোটি ছুঁই ছুঁই। গোটা বিশ্বে বহু দর্শক ইতিমধ্যেই দেখে ফেলেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি।কিন্তু তার চেয়েও বেশি সিনেপ্রেমীর মনে এখন ঘুরছে একটাই প্রশ্ন,কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ট্রিপল আর? সদ্যই ছবির ওটিটি রিলিজ প্রসঙ্গে মুখ খুলেছেন ‘ট্রিপল আর’-এর অন্যতম প্রযোজক জয়ন্তীলাল গাড়া।তিনি জানিয়েছেন, বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ছবি মুক্তির প্রস্তাব দিয়েছেন।স্বত্ব হিসেবে লোভনীয় অঙ্কের টাকাও দিতে প্রস্তুত তাঁরা।কিন্তু কোন প্রলোভনেই ভুলতে রাজি নন জয়ন্তীলাল ও ‘ট্রিপল আর’-এর প্রযোজকরা।প্রযোজক আরও জানিয়েছেন, করোনাকালে প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে।অতি সম্প্রতি বক্সঅফিসে লক্ষ্মীলাভ শুরু হয়েছে।ঘুরে দাঁড়াচ্ছে গোটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি।দর্শক হলে যেতে শুরু করেছেন।এর মধ্যে ‘ট্রিপল আর’-এর মতো বিগবাজেট ছবির ওটিটি রিলিজ নিয়ে কোন পরিকল্পনাই করছেন না প্রযোজক।এমনকি ‘গঙ্গুবাই’ নিয়েও একই পদক্ষেপ নিয়েছেন তিনি।

আরও বেশ কিছুদিন পর ছবির ওটিটি রিলিজ নিয়ে পরিকল্পনা করবেন তাঁরা।ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গেও সাক্ষাৎ সারবেন।কিন্তু এখনই এই নিয়ে ভাবছেন না প্রযোজক।মুক্তির মাস তিনেকের আগে ‘ট্রিপল আর’ আসার কোন সম্ভাবনা নেই বলেই মনে করেন তিনি।তেমন হলে জুন মাস নাগাদ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ছবি।

RELATED ARTICLES

Most Popular