skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeআন্তর্জাতিকশ্রীলংকার জন্য সাহায্য চাইলেন 'মানিকে মাগে হিতে' গায়িকা

শ্রীলংকার জন্য সাহায্য চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা

Follow Us :

চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছে শ্রীলঙ্কা। সে দেশের জন্য সহযোগিতা চাইলেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইয়োহানি ডি সিলভা। যিনি ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন। এই গায়িকা বেশ কয়েকজনের সঙ্গে মিলে ব্যক্তিগত উদ্যোগে তহবিল সংগ্রহ শুরু করেছেন। ‘ফর শ্রীলঙ্কা’নামের ক্যাম্পেইনের মাধ্যমে ১ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। শ্রীলংকার জন্য ভক্তদের কাছে ইয়োহানি সাহায্যের আবেদন করেছেন। ১৯৮৪ সালে স্বাধীনতা অর্জনের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটে পড়েছে শ্রীলংকা। সরকারের অদূরদর্শিতা, পরিকল্পনার অভাব এবং বিদেশি ঋণের কারণেই নাকি শ্রীলঙ্কা এই সংকটের মুখোমুখি হয়েছে। দেশটির ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সব মিলিয়ে চরম অস্থিরতা দেখা দিয়েছে সে দেশে। রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় ইয়োহানি নিজের দেশের জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি বেশ কয়েক সপ্তাহ যাবৎ ভারতে আছি। কিন্তু আমার মন পড়ে রয়েছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের পাশে থাকতে না পেরে আমার বুক ভেঙে যাচ্ছে। একজন শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি।’ সিংহলি সঙ্গীতশিল্পী আরো বলেন,’ভারত ও বিশ্বের অন্য প্রান্তে অবস্থিত আমার ভক্তরা শ্রীলংকার পাশে দাঁড়াবে বলে আমি আশা করছি। আমি সবাইকে শ্রীলংকার মানুষের এই কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আহ্বান জানাচ্ছি’।

ইয়োহানি একাধারে গায়িকা,সংগীত প্রযোজক, গীতিকার এবং ব্যবসায়ী। ২০১৯ সালে ইউটিউব এর মাধ্যমে ‘Rap রাজকন্যা’ হিসেবে পরিচিত এই শিল্পী ইউটিউব এর মাধ্যমে সংগীত কেরিয়ার শুরু করেছিলেন। তারপর ২০২১ সালে সিংহলি ভাষায় ‘মানিকে মা গে হিতে’ কি তাকে আন্তর্জাতিক তারকা তৈরি করে। মানুষের মুখে মুখে সেই গান ঘুরতে থাকে। সহযোগিতার ব্যাপারে বিস্তারিতভাবে জানতে এবং অর্থ পাঠাতে ইও হানি সিং মিডিয়ায় একটি লিংক সংযুক্ত করেছেন। আরো লিখেছেন,’আমি জানি যে সঙ্গীত একটি ভাষা যা আমাদের সবাইকে সার্বজনীনভাবে যুক্ত করে। আশা করছি আমার গান শ্রীলংকার প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার ক্ষেত্রে সহায়তা করবে’।

RELATED ARTICLES

Most Popular