skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent Newsকাবুলে ধারাবাহিক বিস্ফোরণে ১৬ মার্কিন সেনা ও ৬০ আফগানির মৃত্যু

কাবুলে ধারাবাহিক বিস্ফোরণে ১৬ মার্কিন সেনা ও ৬০ আফগানির মৃত্যু

Follow Us :

কাবুল: কাবুল বিমানবন্দরের দুটি গেটে পর পর দুটি বিস্ফোরণে ১২ জন মার্কিন সেনা ও ৬০ জন আফগানির মৃত্যুর খবর মিলিছে। আহত অগণিত। সময়ের সঙ্গে সংখ্যা বেড়ে চলেছে। তারপর ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে। ঘটার সম্ভাবনা রয়েছে। তাই, মৃত্যু ও জখমের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে আমেরিকা-সহ বিশ্বের একাধিক শক্তিশালী দেশ। মার্কিন প্রেসিডেন্ট পরিস্থিতির দিকে নজর রাখতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল করেছেন। হামলার ঘটনায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ শক্তশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন- BREAKING: কাবুলে ধারাবাহিক বিস্ফোরণ

 

বিস্ফোরণের কারণে হোয়াইট হাউসের বৈঠক বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। কয়েকঘন্টার মধ্যে জো বাইডেন গোটা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর শুধুই কান্না আর আতঙ্কের ছবি

পেন্টাগনের কাছে হামলার খবর আগেই ছিল৷ হলও ঠিক তাই৷ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর৷ যে বিমানবন্দরের বাইরে দেশ ছাড়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ৷ এমন ‘জনবহুল’ স্থানে বিস্ফোরণের জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে৷ বিবিসি জানিয়েছে, অন্তত ১০ জন মানুষের মৃত্যু হয়েছে৷ একই দাবি আফগানিস্তানের এক সংবাদ সংস্থার৷ এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে ওই সংবাদসংস্থা জানিয়েছে, অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে আফগান নাগরিক নন এমন ব্যক্তিও রয়েছে৷ মৃত্যুর খবর স্বীকার করেছে পেন্টাগন৷ জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে৷

https://twitter.com/MuslimShirzad/status/1430949015676493826?s=19

আরও পড়ুন:বিবাহ বহির্ভূত সম্পর্ক, রিনা’র বয়ফ্রেন্ড রাজা’র চোখ উপড়ে নিলেন স্বামী

বৃহস্পতিবার বিকালে কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে আত্মঘাতী হামলা হয়৷ ওই গেটের কাছেই রয়েছে মার্কিন মারিন এবং ব্রিটিশ বাহিনীর ক্যাম্প৷ সেই ক্যাম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা স্পষ্ট নয়৷ ব্রিটেনের তরফ জানানো হয়েছে, তাদের বাহিনীর কেউ হতাহত হয়নি৷ আমেরিকা অবশ্য কিছু জানায়নি৷ তবে পেন্টাগনের সাংবাদিক সচিব কয়েকজন মার্কিন সেনার আহত হওয়ার ইঙ্গিত দিয়েছেন৷ সূত্রের খবর, অন্তত ৩ জন মার্কিন সেনা আহত হয়েছেন৷

আরও পড়ুন:মার্কিন-ব্রিটিশ বাহিনী কি জঙ্গি হামলার টার্গেট? উঠছে প্রশ্ন

শেষ পাওয়া খবর অনুযায়ী এদিন দু’টি বিস্ফোরণ হয়৷ একটি অ্যাবে গেটের বাইরে৷ দ্বিতীয়টি ব্যারন হোটেলের কাছে৷ এই কাবুল বিমানবন্দরের কাছে এই ব্যারন হোটেলে থাকছেন বিদেশি সেনা ও সাংবাদিকরা৷ ব্যারন হোটেলের বাইরে ব্যারন ক্যাম্প করা হয়েছিল৷ সেই ক্যাম্পে বিস্ফোরণ ঘটানো হয়৷ অপরদিকে আফগানিস্তান ছাড়ার জন্য যাঁরা অ্যাবে গেটের সামনে জড়ো হয়েছিলেন ঠিক সেই সময়ই আত্মঘাতী হামলাটি হয়৷

RELATED ARTICLES

Most Popular