skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাসাহিত্য জগতে নক্ষত্রপতন, চলে গেলেন বুদ্ধদেব গুহ

সাহিত্য জগতে নক্ষত্রপতন, চলে গেলেন বুদ্ধদেব গুহ

Follow Us :

কলকাতা: প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha)৷ রবিবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্যিক জগতে৷

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ‘ঋজুদার স্রষ্টা’৷ গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি৷ ভর্তি হয়েছিলেন হাসপাতালে৷ পরে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন৷ কিন্তু আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩১ জুলাই ফের হাসপাতালে ভর্তি হন তিনি৷

আরও পড়ুন: উপাচার্য বিরোধী বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

ওই হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, সাহিত্যিকের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল৷ সেই সঙ্গে মূত্রথলিতেও সংক্রমণ দেখা গিয়েছিল৷ তাঁর চিকিৎসায় চার সদস্যের চিকিৎসকের দল গঠন করা হয়েছিল৷ কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে৷ রবিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর৷

RELATED ARTICLES

Most Popular