skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাCalcutta High Court: মামলায় অযথা বিলম্ব কেন, সিবিআইয়ের ডিজির কাছে জানতে চাইল...

Calcutta High Court: মামলায় অযথা বিলম্ব কেন, সিবিআইয়ের ডিজির কাছে জানতে চাইল কোর্ট

Follow Us :

কলকাতা: সিবিআই তদন্তে অনাবশ্যক দেরি হয় বলে অনেক সময়েই অভিযোগ ওঠে। সম্প্রতি বিহারে রঞ্জন রাজ নামে এক সাংবাদিক খুনের মামলায় এক সাক্ষীকে মৃত বলে আদালতে জানিয়েছিল সিবিআই। কিন্তু বাদামী দেবী নামে ওই বৃদ্ধা সাক্ষী নিজেই মুজাফফরপুর আদালতে হাজিরা দেন। আদালত সিবিআইকে এ ব্যাপারে কড়া ভাষায় তিরস্কার করে শোকজ করেছে।

বিভিন্ন আদালতে সিবিআইয়ের বিরুদ্ধে প্রায়ই এরকম অভিযোগ উঠে থাকে। সেসব নিয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী সিবিআইয়ের ডিজিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশমতো বুধবার আদালতে ভার্চুয়াল হাজিরা দেন সিবিআই কর্তা সুবোধকুমার জয়সওয়াল।

বিচারপতি বলেন, অনেক সময়ে দেখা যাচ্ছে সিবিআই খুব দেরি করছে। অনেক মামলা দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল ঘুরে বেড়ানোয় বিচার প্রক্রিয়ায় বিলম্ব ঘটছে। এর জন্য দেশের মানুষ কেন ভোগান্তিতে পড়বে? কেন্দ্রীয় সরকারের কাছে বিচারপতির অনুরোধ, সিবিআই ম্যানুয়ালে যেন বদল আনা হয়।

আরও পড়ুন- Ankita Adhikary: আদালতের নির্দেশ মেনে প্রথম কিস্তির টাকা ফেরত দিলেন বহিষ্কৃত শিক্ষিকা অঙ্কিতা

কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর এসবি রাজু বলেন, নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে ফাইল আটকে রাখা যায় না। এরকম ঘটনা ঘটলে অফিসারকে অবশ্যই কৈফিয়ত দিতে হয়। বিচারপতির পরামর্শ, আদালতের কাজে যাতে অসুবিধা না হয় সিবিআই যেন সেই বিষয়ে খেয়াল রাখে।

 

RELATED ARTICLES

Most Popular