রামপুরহাট: তৃণমূল নেতা ভাদু সেখ খুনে অভিযুক্তদের জামিন খারিজ করে দিল আদালত৷ বুধবার ছয় অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হয়েছিল৷ তাদের আইনজীবী জামিন চেয়ে আদালতে আবেদন করেন৷ কিন্তু রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক সেই জামিনের আবেদন খারিজ করে দেন৷ ধৃতদের ফের তিনি ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন৷
গত ২১ মার্চ বীরভূমের রামপুরহাটে বোমা ও গুলি মেরে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু সেখকে৷ তাঁর খুনের প্রতিশোধ নিতে সেই রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় তাঁর অনুগামীরা৷ সেই অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৮ গ্রামবাসী৷ নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু৷ আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই৷ অন্যদিকে ভাদু সেখকে খুনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ৷ পরে হাইকোর্টের নির্দেশে ওই মামলারও তদন্তভার হাতে নেয় সিবিআই৷
আরও পড়ুন: Calcutta High Court: মামলায় অযথা বিলম্ব কেন, সিবিআইয়ের ডিজির কাছে জানতে চাইল কোর্ট