আলিপুরদুয়ার: পানীয় জলের তীব্র সঙ্কট (Drinking Water Crisis) দেখা দিয়েছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বিভিন্ন চা বাগান এলাকায়। কালচিনি ব্লকের ভুটান সীমান্তে রাধারাণী চা বাগানেও পানীয় জলের তীব্র সঙ্কট। এই রাধারাণী চা বাগানে পিএইচই থেকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। কয়েকবছর আগে ঘরে ঘরে পাইপ লাইনের সংযোগ দেওয়া হয়েছে। কিন্ত জল নেই। জলের জন্য খুবই সমস্যায় পড়েছেন এলাকার প্রায় কয়েক হাজার বাসিন্দা।
বাসিন্দারা জানান, আমাদের রাধারানী চা বাগান এলাকায় বহু বছর ধরে পানীয় জলের সমস্যা রয়েছে, আগে তো আমরা নদীর জল খেতাম। পরবর্তীতে বাগানে পানীয় জলের প্রকল্প বসানো হয়। প্রথম যখন পানীয় জলের প্রকল্প হয়েছিল তখন জল পেতাম। কিন্ত এখন পাই না। এই বিষয়ে বারংবার অভিযোগ করা হয়েছে। বর্তমানে বাসিন্দাদের জলের তীব্র সঙ্কট চলছে। চা বাগান থেকে দিনের বেলায় একটা করে ট্যাঙ্কি পাঠানো হয়, সে জল সংগ্রহ করার জন্যও লম্বা লাইন হয়ে যায়। অনেক সময় তো বাসিন্দাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এলাকার বাসিন্দার জানান, জলের অভাবে সপ্তাহে একবার স্নান করি। তীব্র দাবদাহের মধ্যে এই জলের সঙ্কটে ভোগান্তি বেড়েছে।
আরও পড়ুন: ষষ্ঠ দফার শেষ প্রচারে মাছ ধরলেন দিলীপ ঘোষ
আরও খবর দেখুন