skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাCyclone Asani: ক্রমশই নিজের শক্তি বাড়াচ্ছে অশনি, কতটা প্রভাব পড়বে রাজ্যে?

Cyclone Asani: ক্রমশই নিজের শক্তি বাড়াচ্ছে অশনি, কতটা প্রভাব পড়বে রাজ্যে?

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্ট নিম্নচাপটি ক্রমশই নিজের শক্তি বাড়াচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই যা আছড়ে পড়তে পারে আন্দামান উপকূলে। দিল্লির মৌসমভবন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় সোমবার উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ৩০ নাগাদ গভীর ওই নিম্নচাপটি উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শ্রীলঙ্কা আগেই এর নাম দিয়েছে অশনি (Cyclone Asani)।  তবে ওই ঘূর্ণিঝড় বয়ে যাবে মায়ানমারের দিকে।  অশনির কোনও প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না এই রাজ্যে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুদিন দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বাকি জেলায় থাকবে শুষ্ক আবহাওয়া। বেলা বাড়তেই গরম বাড়বে।

সকাল থেকেই পরিষ্কার রয়েছে কলকাতার আকাশ। ফলে, বোঝাই যাচ্ছে সারাদিনে বাড়বে তাপমাত্রার পারদ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় রাজ্যের ৫ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

আরও পড়ুন- LPG Gas Price Hike: ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, সমস্যায় মধ্যবিত্তরা

বুধবার সকালের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া একই রকম থাকবে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

RELATED ARTICLES

Most Popular