skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাপাতালের শিয়ালদহ কেমন দেখতে!

পাতালের শিয়ালদহ কেমন দেখতে!

Follow Us :

কলকাতা: অনেকদূর এগিয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির কাজ৷ আজ বৃহস্পতিবার সেই কাজ খতিয়ে দেখেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার মনোজ যোশী ও তাঁর টিম৷ ওই পরিদর্শক দলে ছিলেন কেএমআরসিএলের এমডি মানস সরকার-সহ অন্যান্য আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা৷ কাজ খতিয়ে দেখার পর সন্তোষ প্রকাশ করেন মনোজ যোশী৷

বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে রেক৷ খুব তাড়াতাড়ি এটি শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারণ করা হবে৷ সেই জন্য সাজিয়ে তোলা হচ্ছে শিয়ালদহ স্টেশন৷ মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, আর ছ’মাসের মধ্যে ফুলবাগান ছাড়িয়ে মেট্রো ছুটবে শিয়ালদহ পর্যন্ত৷ তার আগে হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল৷ এ মাসের শেষেই শিয়ালদহ স্টেশনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে৷

এদিন পরিদর্শক দলের সদস্যরা সিগন্যালিং, বিদ্যুৎ সরবরাহ, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ইত্যাদি ব্যবস্থা খতিয়ে দেখেন৷ পাশাপাশি প্রজেক্ট ডিরেক্টর এবং ইঞ্জিনিয়ারদের কাছ থেকে বিস্তারিত তথ্য চান জেনারেল ম্যানেজার মনোজ যোশী৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদহ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন৷ এই স্টেশনের কাজ সম্পূর্ণ হলে উপকৃত হবে বহু যাত্রী৷ তাই কাজ শেষের অপেক্ষায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীরা৷

RELATED ARTICLES

Most Popular