skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাজ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের শিল্যানাসে বিমান-সেলিম

জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের শিল্যানাসে বিমান-সেলিম

Follow Us :

প্রায় এক দশক পেরিয়ে গেল, তিনি নেই। আজ বাংলার প্রাক্তণ মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিবস। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার নিউটাউনের তিনকন্যা মোড়ে শিল্যানাস হল জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বামনেতা বিমন বসু।

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৮ তম জন্ম দিবস উওলক্ষে নিউটাউনের তিনকন্যা মোড়ে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের শিল্যানাস হল আজ। উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবিন দেব, গৌতম দেব, রেখা গোস্বামী, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, এবং রামচন্দ্র ডোম সহ রাজ্যের একাধিক বাম নেতৃত্বে। তিনকন্যা মোড়ে প্রতিষ্ঠানের ওই জমিতে   বৃক্ষরোপন করে অনুষ্ঠানের সূচনা করেন বামনেতা বিমান বসু।

জানা গিয়েছে, নিউটাউনের তিনকন্যা মোড়ে অধিগৃহীত ওই ৫ একর জমিতে জ্যোতি বসুর নামে রিসার্চ সেন্টার গড়ে তোলা হবে। সেখানে সাহিত্য অ্যাকাডেমি থেকে শুরু করে থাকবে  গবেষণাগারও। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলে আগামী নভেম্বর মাস থেকেই প্রতিষ্ঠান নির্মাণের কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে বাম নেতা বিমান বসু বলেন, “২০১০ সালে জ্যোতি বসুর মৃত্যুর পরই তাঁর নামে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে এই জমিটি অধিগ্রহণ করে তৎকালীন বামফ্রন্ট সরকার। যার জন্য মোট ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়।” তিনি আরও বলেন, আগামীদিনে পরিকল্পনা করে এই জমিতে কত দ্রুত প্রতিষ্ঠানটি গড়ে তোলা যায়, সেই বিষয়টি নজরে রাখবে বাম নেতৃত্ব।

 

RELATED ARTICLES

Most Popular