skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাবিজেপি বিধায়ককে দ্বিতীয় হুগলি সেতুতে আটকে দিল পুলিস

বিজেপি বিধায়ককে দ্বিতীয় হুগলি সেতুতে আটকে দিল পুলিস

Follow Us :

কলকাতা : কলকাতায় আসতে গিয়ে পুলিসের বাধার মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি (BJP) বিধায়ক নীলাদ্রি শেখর দানা (Niladri Sekhar Dana)। রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে বিজেপি বিধায়ককে আটকে দেয় পুলিস। গাড়ি থেকে নেমে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নীলাদ্রি এবং তাঁর অনুগামীরা। তাঁর প্রশ্ন, তিনি নির্বাচিত বিধায়ক। তবু কেন তাঁকে কলকাতায় ঢুকতে দেওয়া হবে না। পুলিস অফিসাররা জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশেই তাঁকে ঢুকতে দেওয়া যাবে না। তা নিয়ে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে নীলাদ্রির সঙ্গে পুলিশ অফিসারদের। শেষে তিনি দলবল নিয়ে রাস্তায় বসে পড়েন। তার ফলে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল ব্যাহত হয়।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটের দুদিন আগেই হুমকি দিয়েছিলেন, কলকাতার ভোটে রবিবার অশান্তি হলে বেলা দশটার পরে কলকাতা সহ গোটা রাজ্য অচল করে দেওয়া হবে। দলের বিধায়করাও সেই আন্দোলনে সামিল হবেন। তিনি জানান, বিধায়কদের হাওড়া কিংবা বিধাননগরের কাছাকাছি কোথাও জমায়েত হতে বলা হয়েছে।

আরও পড়ুন : KMC Election 2021: ছাপ্পার অভিযোগ, একযোগে বড়তলা থানা ঘেরাও কংগ্রেস, সিপিএম, বিজেপির

সম্ভাবত সেই কারণেই নীলাদ্রি দলবল নিয়ে কলকাতায় আসছিলেন। শুভেন্দু কলকাতায় অভিযোগ করেন, পুলিস যা খুশি তাই করছে পিসি এবং ভাইপোর নির্দেশে। নীলাদ্রিকে দ্বিতীয় হুগলি সেতুতে আটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এভাবে বিজেপিকে আটকানো যাবে না।’

RELATED ARTICLES

Most Popular