skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeকলকাতাকাজে যোগ না দিলে শোকজ, আর জি করের অচলাবস্থা কাটাতে কঠোর স্বাস্থ্য...

কাজে যোগ না দিলে শোকজ, আর জি করের অচলাবস্থা কাটাতে কঠোর স্বাস্থ্য ভবন

Follow Us :

কলকাতা: আর জি করের অচলাবস্থা কাটাতে এবার কঠোর মনোভাব দেখাল স্বাস্থ্য ভবন৷ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে না ফিরলে ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তারা৷ জানিয়েছেন, এর পরেও যদি জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেন তাহলে তাঁদের শোকজ করা হবে৷ এমনকী কঠোর শাস্তির মুখেও পড়তে হতে পারে৷

আরও পড়ুন: কাটছে না অচলাবস্থা, কাজে যোগ দিলেন না আর জি করের অধিকাংশ জুনিয়র ডাক্তার

অধ্যক্ষের অপসারণ-সহ একাধিক দাবি গত ৩ অক্টোবর থেকে আর জি করে অনশন শুরু করেন জুনিয়র ডাক্তাররা৷ পুজো মিটলেও সেই আন্দোলনে ভাটা পড়েনি৷ উল্টে শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা৷ আন্দোলনকারী জুনিয়র, ইন্টার্নদের বোঝাতে রবিবার তাঁদের ডেকে বৈঠক করেন তৃণমূলের চার বিধায়ক সুদীপ্ত রায়, অতীন ঘোষ, তাপস রায়, নির্মল মাঝি এবং সাংসদ শান্তনু সেন৷ কিন্তু হবু ডাক্তারদের বুঝিয়ে কাজে ফেরাতে ব্যর্থ হন তাঁরা৷ তার পরই আজ সোমবার মেন্টর গ্রুপের প্রতিনিধিদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়৷

আরও পড়ুন: পুলিশের কাছে আত্মসমর্পণ বাংলাদেশ-মায়ানমারে প্রশিক্ষণপ্রাপ্ত কেএলও জঙ্গির

সেখানে সিদ্ধান্ত হয়েছে আন্দোলনরত ছাত্ররা কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ যাঁরা ডিউটি করবেন না সেই সমস্ত পিজিদের শোকজ করা হবে৷ হাসপাতাল থেকে কোনও রোগী রেফার করা যাবে না৷ রোগী রেফার করলে হাসপাতালের সুপার বা ডেপুটি সুপারকে জানাতে হবে৷ জানিয়েছেন, আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা সুদীপ্ত রায়৷

RELATED ARTICLES

Most Popular